কাক ও জলের কলসী

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

কাক ও জলের কলসী

এক তৃষ্ণার্ত কাক, দুর হইতে, জলের কলসী দেখিতে পাইয়া, আহলাদিত হইয়া, ঐ কলসীর নিকটে উপস্থিত হইল, এবং, জলপান করিবার নিমিত্ত, নিতান্ত ব্যগ্র হইয়া, কলসীর ভিতর ঠোঁট প্রবেশ করাইয়া দিল; কিন্তু, কলসীতে জল অনেক নীচে ছিল, এজন্য, কোনও মতে, পান করিতে পারিল না। তখন সে, প্রথমে, কলসী ভাঙ্গিয়া ফেলিবার চেষ্টা পাইল; পরে কলসী উলটাইয়া দিয়া, জলপান করিবার চেষ্টা করিল; কিন্তু, বলের অল্পতা প্রযুক্ত, তাহার কোনও চেষ্টাই সফল হইল না। অবশেষে কতকগুলি লুড়ি সেই খানে পড়িয়া আছে দেখিয়া, এক একটি করিয়া, সমুদয় লুড়ি গুলি কলসীর ভিতরে ফেলিল। তলায় লুড়ি পড়াতে, জল কলসীর মুখের গোড়ায় উঠিল; তখন কাক, ইচ্ছামত জলপান করিয়া, তৃষ্ণা নিবারণ করিল।

 বলে যাহা সম্পন্ন না হয়, কৌশলে তাহা সম্পন্ন হইতে পারে।

 কাজ আটকাইলে বুদ্ধি যোগায়।

সকল অধ্যায়

১. বাঘ ও বক
২. দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ
৩. শিকারি কুকুর
৪. শৃগাল ও দ্রাক্ষাফল
৫. অশ্ব ও অশ্বপাল
৬. সর্প ও কৃষক
৭. কুকুর ও প্রতিবিম্ব
৮. ব্যাঘ্র ও মেষশাবক
৯. মাছি ও মধুর কলসী
১০. কুকুর, কুক্কুট ও শৃগাল
১১. চালক ও চক্র
১২. ব্যাঘ্র ও পালিত কুকুর
১৩. সিংহ ও ইঁদুর
১৪. রাখাল ও ব্যাঘ্র
১৫. শৃগাল ও কৃষক
১৬. কাক ও জলের কলসী
১৭. উদর ও অন্যান্য অবয়ব
১৮. একচক্ষু হরিণ
১৯. নেকড়ে বাঘ ও মেষের পাল
২০. দুই পথিক ও ভালুক
২১. বিধবা ও কুক্কুটী
২২. সিংহ, গর্দ্দভ ও শৃগালের শিকার
২৩. খরগস ও শিকারী কুকুর
২৪. খরগস ও কচ্ছপ
২৫. কৃষক ও কৃষকের পুত্রগণ
২৬. বৃদ্ধা নারী ও চিকিৎসক
২৭. শশকগণ ও ভেকগণ
২৮. কৃষক ও সারস
২৯. গৃহস্থ ও তাহার পুত্রগণ
৩০. কচ্ছপ ও ঈগলপক্ষী
৩১. অশ্ব ও অশ্বারোহী
৩২. কুক্কুরদষ্ট মনুষ্য
৩৩. ভল্লুক ও শৃগাল
৩৪. পথিকগণ ও বটবৃক্ষ
৩৫. কুঠার ও জলদেবতা
৩৬. বৃষ ও মশক
৩৭. রোগী ও চিকিৎসক
৩৮. ইঁদুরের পরামর্শ
৩৯. সিংহ ও মহিষ
৪০. চোর ও কুকুর
৪১. লাঙ্গুলহীন শৃগাল
৪২. সারসী ও তাহার শিশুসন্তান
৪৩. পথিক ও কুঠার
৪৪. পক্ষী ও শাকুনিক
৪৫. দুঃখী বৃদ্ধ ও যম
৪৬. ঈগল ও দাঁড়কাক
৪৭. হরিণ ও দ্রাক্ষালতা
৪৮. সিংহ, শৃগাল ও গর্দ্দভ
৪৯. সিংহ, ভালুক ও শৃগাল
৫০. পীড়িত সিংহ
৫১. নেকড়ে বাঘ ও মেষ
৫২. সিংহ ও তিন বৃষ
৫৩. শৃগাল ও সারস
৫৪. শৃগাল ও কণ্টকবৃক্ষ
৫৫. টাক ও পরচুলা
৫৬. সিংহচৰ্ম্মাবৃত গৰ্দ্দভ
৫৭. ঘোটকের ছায়া
৫৮. অশ্ব ও গৰ্দ্দভ
৫৯. লবণবাহী বলদ
৬০. হরিণ
৬১. বালকগণ ও ভেকসমূহ
৬২. বাঘ ও ছাগল
৬৩. সিংহ ও অন্যান্য জন্তুর শিকার
৬৪. জ্যোতিৰ্ব্বেত্তা
৬৫. গৰ্দ্দভ, কুক্কুট ও সিংহ
৬৬. অশ্ব ও গৰ্দ্দভ
৬৭. সিংহ ও নেকড়ে বাঘ
৬৮. বৃদ্ধ সিংহ
৬৯. মেষপালক ও নেকড়ে বাঘ
৭০. কুকুর ও অশ্বগণ
৭১. পিপীলিকা ও পারাবত
৭২. কাক ও শৃগাল
৭৩. জলমগ্ন বালক
৭৪. শিকারী ও কাঠুরিয়া
৭৫. সিংহ ও কৃষক
৭৬. পিপীলিকা ও তৃণকীট
৭৭. পায়রা ও চীল
৭৮. বানর ও মৎস্যজীবী
৭৯. অশ্ব ও বৃদ্ধ কৃষক
৮০. শৃগাল ও ছাগল
৮১. সিংহ ও শৃগাল
৮২. কুক্কুট ও মুক্তাফল
৮৩. মৃন্ময় ও কাংস্যময় পাত্র
৮৪. ঈগল ও শৃগালী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন