ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মৃন্ময় ও কাংস্যময় পাত্ৰ।
এক মৃন্ময় পাত্র ও এক কাংস্যময় পাত্র নদীর স্রোতে ভাসিয়া যাইতেছিল; কাংস্যময় পাত্র, মৃন্ময় পাত্রকে বলিল, “অহে মৃন্ময় পাত্র, তুমি আমার নিকটে থাক, তাহা হইলে আমি তোমায় রক্ষা করিতে পারিব।” তখন মৃন্ময় পাত্র বলিল, “তুমি যে এরূপ প্রস্তাব করিলে, তাহাতে আমি অতিশয় আহ্লাদিত হইলাম। কিন্তু আমি যে আশঙ্কায় তোমার তফাতে থাকিতেছি, তোমার নিকটে গেলে, আমার তাহাই ঘটিবে। তুমি অনুগ্রহ করিয়া, তফাতে থাকিলেই, আমার মঙ্গল। কারণ, আমরা উভয়ে একত্র হইলে, আমারই সর্ব্বনাশ। তোমার আঘাত লাগিলে, আমিই ভাঙ্গিয়া যাইব।”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন