অশ্ব ও বৃদ্ধ কৃষক

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

অশ্ব ও বৃদ্ধ কৃষক

এক কৃষকের একটি টাটু ঘোড়া ছিল। সে এক দিবস, আপন পুত্রকে সঙ্গে লইয়া, ঐ ঘোড়া বাজারে বিক্রয় করিতে যাইতেছে, এই সময়ে, সেই পথ দিয়া, কতকগুলি বালক, হাস্য ও কৌতুক করিতে করিতে, চলিয়া যাইতেছিল। তাহাদের মধ্যে এক জন, কৃষক ও তাহার পুত্রকে উদ্দেশ করিয়া, আপন সহচরদিগকে কহিল, তোমরা ইহাদের মত নির্বোধ কখনও দেখেছ। অনায়াসে ঘোড়ায় চড়িয়া যাইতে পারে; না হইয়া, আপনারা অনর্থক, ঘোড়ার সঙ্গে সঙ্গে, হাঁটিয়া যাইতেছে।

 বৃদ্ধ শুনিয়া, আপন পুত্রকে ঘোড়ায় চড়াইয়া দিল, আর আপনি সঙ্গে সঙ্গে চলিল। কিঞ্চিৎ পরেই, পথের ধারে কয়েক জন বৃদ্ধ, দাঁড়াইয়া, কোনও বিষয়ে বাদানুবাদ করিতেছিল। তাহাদের মধ্যে এক জন, কৃষকের পুত্রকে অশ্বে আরোহণ করিয়া, আর কৃষককে অশ্বের সঙ্গে হাটিয়া, যাইতে দেখিয়া কহিল, দেখ! আমি যাহা বলিতেছিলাম, তাহা যথার্থ কি না। এ কালে বৃদ্ধের আদর নাই। ঐ দেখ, বেটা ঘোড়ায় চড়িয়া যাইতেছে, আর বুড়া বাপ সঙ্গে সঙ্গে হাঁটিয়া, যাইতেছে। এই বলিয়া, সে কৃষকের পুত্রকে ধমকাইয়া কহিল, অরে পাপিষ্ঠ! বৃদ্ধ পিতা চলিয়া যাইতেছে, আর তুই ঘোড়ায় চড়িয়া যাইতেছিস; তোর কিছুই বিবেচনা নাই।

 কৃষকের পুত্র শুনিয়া লজ্জিত হইল, এবং আপনি ঘোড়া হইতে নামিয়া, পিতাকে চড়াইয়া লইয়া চলিল। খানিক দূর গেলে পর, কতকগুলি স্ত্রীলোক উপস্থিত হইল। তাহারা কহিল, কে জানে, এ মিন্সের কেমন আক্কেল, আপনি ঘোড়ায় চড়ে যাচ্চে, আর ছোট ছেলেটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্চে। বৃদ্ধ শুনিয়া, লজ্জিত হইয়া, পুত্রকেও ঘোড়ায় চড়াইয়া লইল।

 এইরূপে খানিক দূর গেলে পর, এক ব্যক্তি বৃদ্ধকে জিজ্ঞাসিল, ওহে ভাই! তোমায় জিজ্ঞাসা করি, এ ঘোড়াটি কার। বৃদ্ধ কহিল, এ আমার ঘোড়া। তখন সে ব্যক্তি কহিল, তোমার আচরণ দেখিয়া, তোমার বলিয়া বোধ হইতেছে না। তোমার হইলে, তুমি উহার উপর এত নির্দয় হইতে না। কোন বিবেচনায়, এমন ছোট ঘোড়ার উপর, বাপ বেটা দুজনে চড়িয়া বসিয়াছ। ঘোড়াটিকে এত ক্ষণ যেমন কষ্ট দিয়াছ, অতঃপর উহাকে কাঁধে করিয়া লইয়া যাওয়া উচিত।

 এই ভর্ৎসনা শুনিয়া, তাহারা পিতা পুত্রে ঘোড়া হইতে নামিল, দড়ি দিয়া ঘোড়র পা বাঁধিল, এবং পায়ের ভিতরে বাঁশ দিয়া, কাঁধে করিয়া লইয়া চলিল। বাজারের নিকটে একটি ছোট খাল ছিল। তাহারা ঐ খালের পুলের উপর উঠিলে, বাজারের লোক এই তামাসা দেখিতে উপস্থিত হইল, এবং মানুষে জিয়ন্ত ঘোড়া কাঁধে করিয়া লইয়া যাইতেছে দেখিয়া, সকল লোকে এত হাসি তামাসা করিতে ও হাততালি দিতে লাগিল যে, ঘোড়া ভয় পাইয়া, জোর করিয়া, পায়ের দড়ি ছিঁড়িয়া ফেলিল, এবং দড়ি ছিঁড়িবা মাত্র, এক বারে খালের জলে পড়িয়া পঞ্চত্ব পাইল।

 বৃদ্ধ, লোকের ঠাট্টা তামাসায়, যৎপরোনাস্তি বিরক্ত ও লজ্জিত হইল, এবং হতবুদ্ধি হইয়া, কিয়ৎ ক্ষণ সেই স্থানে দাঁড়াইয়া রহিল; পরে, এই ভাবিতে ভাবিতে চলিয়া গেল, আমি, সকলকে সন্তুষ্ট করিতে চেষ্টা পাইয়া, কাহাকেও সন্তুষ্ট করিতে পারিলাম না, লাভের মধ্যে ঘোড়াটি গেল।

সকল অধ্যায়

১. বাঘ ও বক
২. দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ
৩. শিকারি কুকুর
৪. শৃগাল ও দ্রাক্ষাফল
৫. অশ্ব ও অশ্বপাল
৬. সর্প ও কৃষক
৭. কুকুর ও প্রতিবিম্ব
৮. ব্যাঘ্র ও মেষশাবক
৯. মাছি ও মধুর কলসী
১০. কুকুর, কুক্কুট ও শৃগাল
১১. চালক ও চক্র
১২. ব্যাঘ্র ও পালিত কুকুর
১৩. সিংহ ও ইঁদুর
১৪. রাখাল ও ব্যাঘ্র
১৫. শৃগাল ও কৃষক
১৬. কাক ও জলের কলসী
১৭. উদর ও অন্যান্য অবয়ব
১৮. একচক্ষু হরিণ
১৯. নেকড়ে বাঘ ও মেষের পাল
২০. দুই পথিক ও ভালুক
২১. বিধবা ও কুক্কুটী
২২. সিংহ, গর্দ্দভ ও শৃগালের শিকার
২৩. খরগস ও শিকারী কুকুর
২৪. খরগস ও কচ্ছপ
২৫. কৃষক ও কৃষকের পুত্রগণ
২৬. বৃদ্ধা নারী ও চিকিৎসক
২৭. শশকগণ ও ভেকগণ
২৮. কৃষক ও সারস
২৯. গৃহস্থ ও তাহার পুত্রগণ
৩০. কচ্ছপ ও ঈগলপক্ষী
৩১. অশ্ব ও অশ্বারোহী
৩২. কুক্কুরদষ্ট মনুষ্য
৩৩. ভল্লুক ও শৃগাল
৩৪. পথিকগণ ও বটবৃক্ষ
৩৫. কুঠার ও জলদেবতা
৩৬. বৃষ ও মশক
৩৭. রোগী ও চিকিৎসক
৩৮. ইঁদুরের পরামর্শ
৩৯. সিংহ ও মহিষ
৪০. চোর ও কুকুর
৪১. লাঙ্গুলহীন শৃগাল
৪২. সারসী ও তাহার শিশুসন্তান
৪৩. পথিক ও কুঠার
৪৪. পক্ষী ও শাকুনিক
৪৫. দুঃখী বৃদ্ধ ও যম
৪৬. ঈগল ও দাঁড়কাক
৪৭. হরিণ ও দ্রাক্ষালতা
৪৮. সিংহ, শৃগাল ও গর্দ্দভ
৪৯. সিংহ, ভালুক ও শৃগাল
৫০. পীড়িত সিংহ
৫১. নেকড়ে বাঘ ও মেষ
৫২. সিংহ ও তিন বৃষ
৫৩. শৃগাল ও সারস
৫৪. শৃগাল ও কণ্টকবৃক্ষ
৫৫. টাক ও পরচুলা
৫৬. সিংহচৰ্ম্মাবৃত গৰ্দ্দভ
৫৭. ঘোটকের ছায়া
৫৮. অশ্ব ও গৰ্দ্দভ
৫৯. লবণবাহী বলদ
৬০. হরিণ
৬১. বালকগণ ও ভেকসমূহ
৬২. বাঘ ও ছাগল
৬৩. সিংহ ও অন্যান্য জন্তুর শিকার
৬৪. জ্যোতিৰ্ব্বেত্তা
৬৫. গৰ্দ্দভ, কুক্কুট ও সিংহ
৬৬. অশ্ব ও গৰ্দ্দভ
৬৭. সিংহ ও নেকড়ে বাঘ
৬৮. বৃদ্ধ সিংহ
৬৯. মেষপালক ও নেকড়ে বাঘ
৭০. কুকুর ও অশ্বগণ
৭১. পিপীলিকা ও পারাবত
৭২. কাক ও শৃগাল
৭৩. জলমগ্ন বালক
৭৪. শিকারী ও কাঠুরিয়া
৭৫. সিংহ ও কৃষক
৭৬. পিপীলিকা ও তৃণকীট
৭৭. পায়রা ও চীল
৭৮. বানর ও মৎস্যজীবী
৭৯. অশ্ব ও বৃদ্ধ কৃষক
৮০. শৃগাল ও ছাগল
৮১. সিংহ ও শৃগাল
৮২. কুক্কুট ও মুক্তাফল
৮৩. মৃন্ময় ও কাংস্যময় পাত্র
৮৪. ঈগল ও শৃগালী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন