হরিণ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

হরিণ

এক হরিণ খালে জলপান করিতে গিয়াছিল। জলপান করিবার সময়ে, জলে তাহার শরীরের প্রতিবিম্ব পড়িয়াছিল। সেই প্রতিবিম্বে দৃষ্টিপাত করিয়া, হরিণ কহিল, আমার শৃঙ্গ যেমন দৃঢ়, তেমনই সুন্দর; কিন্তু, আমার পা দেখিতে অতি কদর্য্য ও অকর্মণ্য। হরিণ, এই রূপে, আপন অবয়বের দোষ ও গুণের বিবেচনা করিতেছে, এমন সময়ে, ব্যাধেরা আসিয়া তাড়া করিল। সে, প্রাণভয়ে, এত বেগে পলায়িতে লাগিল যে, ব্যাধেরা অনেক পশ্চাতে পড়িল। কিন্তু, জঙ্গলে প্রবেশ করিবা মাত্র, তাহার শৃঙ্গ লতায়। এমন জড়াইয়া গেল যে, আর সে পলায়ন করিতে পারিল না। তখন ব্যাধেরা আসিয়া তাহার প্রাণবধ করিল। হরিণ, এই বলিয়া, প্রাণত্যাগ করিল যে, আমি, যে অবয়বকে কদর্ঘ্য ও অকর্মণ্য স্থির করিয়া, অসন্তুষ্ট হইয়াছিলাম, উহা আমায় শত্রুহস্ত হইতে বাঁচাইয়াছিল; কিন্তু, যে অবয়বকে দৃঢ় ও সুন্দর বোধ করিয়া, সন্তুষ্ট হইয়াছিলাম, তাহাই আমার প্রাণনাশের হেতু হইল।

সকল অধ্যায়

১. বাঘ ও বক
২. দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ
৩. শিকারি কুকুর
৪. শৃগাল ও দ্রাক্ষাফল
৫. অশ্ব ও অশ্বপাল
৬. সর্প ও কৃষক
৭. কুকুর ও প্রতিবিম্ব
৮. ব্যাঘ্র ও মেষশাবক
৯. মাছি ও মধুর কলসী
১০. কুকুর, কুক্কুট ও শৃগাল
১১. চালক ও চক্র
১২. ব্যাঘ্র ও পালিত কুকুর
১৩. সিংহ ও ইঁদুর
১৪. রাখাল ও ব্যাঘ্র
১৫. শৃগাল ও কৃষক
১৬. কাক ও জলের কলসী
১৭. উদর ও অন্যান্য অবয়ব
১৮. একচক্ষু হরিণ
১৯. নেকড়ে বাঘ ও মেষের পাল
২০. দুই পথিক ও ভালুক
২১. বিধবা ও কুক্কুটী
২২. সিংহ, গর্দ্দভ ও শৃগালের শিকার
২৩. খরগস ও শিকারী কুকুর
২৪. খরগস ও কচ্ছপ
২৫. কৃষক ও কৃষকের পুত্রগণ
২৬. বৃদ্ধা নারী ও চিকিৎসক
২৭. শশকগণ ও ভেকগণ
২৮. কৃষক ও সারস
২৯. গৃহস্থ ও তাহার পুত্রগণ
৩০. কচ্ছপ ও ঈগলপক্ষী
৩১. অশ্ব ও অশ্বারোহী
৩২. কুক্কুরদষ্ট মনুষ্য
৩৩. ভল্লুক ও শৃগাল
৩৪. পথিকগণ ও বটবৃক্ষ
৩৫. কুঠার ও জলদেবতা
৩৬. বৃষ ও মশক
৩৭. রোগী ও চিকিৎসক
৩৮. ইঁদুরের পরামর্শ
৩৯. সিংহ ও মহিষ
৪০. চোর ও কুকুর
৪১. লাঙ্গুলহীন শৃগাল
৪২. সারসী ও তাহার শিশুসন্তান
৪৩. পথিক ও কুঠার
৪৪. পক্ষী ও শাকুনিক
৪৫. দুঃখী বৃদ্ধ ও যম
৪৬. ঈগল ও দাঁড়কাক
৪৭. হরিণ ও দ্রাক্ষালতা
৪৮. সিংহ, শৃগাল ও গর্দ্দভ
৪৯. সিংহ, ভালুক ও শৃগাল
৫০. পীড়িত সিংহ
৫১. নেকড়ে বাঘ ও মেষ
৫২. সিংহ ও তিন বৃষ
৫৩. শৃগাল ও সারস
৫৪. শৃগাল ও কণ্টকবৃক্ষ
৫৫. টাক ও পরচুলা
৫৬. সিংহচৰ্ম্মাবৃত গৰ্দ্দভ
৫৭. ঘোটকের ছায়া
৫৮. অশ্ব ও গৰ্দ্দভ
৫৯. লবণবাহী বলদ
৬০. হরিণ
৬১. বালকগণ ও ভেকসমূহ
৬২. বাঘ ও ছাগল
৬৩. সিংহ ও অন্যান্য জন্তুর শিকার
৬৪. জ্যোতিৰ্ব্বেত্তা
৬৫. গৰ্দ্দভ, কুক্কুট ও সিংহ
৬৬. অশ্ব ও গৰ্দ্দভ
৬৭. সিংহ ও নেকড়ে বাঘ
৬৮. বৃদ্ধ সিংহ
৬৯. মেষপালক ও নেকড়ে বাঘ
৭০. কুকুর ও অশ্বগণ
৭১. পিপীলিকা ও পারাবত
৭২. কাক ও শৃগাল
৭৩. জলমগ্ন বালক
৭৪. শিকারী ও কাঠুরিয়া
৭৫. সিংহ ও কৃষক
৭৬. পিপীলিকা ও তৃণকীট
৭৭. পায়রা ও চীল
৭৮. বানর ও মৎস্যজীবী
৭৯. অশ্ব ও বৃদ্ধ কৃষক
৮০. শৃগাল ও ছাগল
৮১. সিংহ ও শৃগাল
৮২. কুক্কুট ও মুক্তাফল
৮৩. মৃন্ময় ও কাংস্যময় পাত্র
৮৪. ঈগল ও শৃগালী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন