ব্যাঘ্র ও মেষশাবক

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ব্যাঘ্র ও মেষশাবক

এক ব্যাঘ্র, পর্ব্বতের ঝরনায় জলপান করিতে করিতে, দেখিতে পাইল, কিছু দূরে, নীচের দিকে, এক মেষশাবক জলপান করিতেছে। সে, দেখিয়া, মনে মনে কহিতে লাগিল, এই মেষশাবকের প্রাণসংহার করিয়া, আজকার আহার সম্পন্ন করি; কিন্তু, বিনা দোষে, এক জনের প্রাণবধ করা ভাল দেখায় না; অতএব, একটা দোষ দেখাইয়া, অপরাধী করিয়া, উহার প্রাণবধ করিব।

 এই স্থির করিয়া, ব্যাঘ্র, সত্বর গমনে, মেষ শাবকের নিকট উপস্থিত হইয়া কহিল, অরে দুরাত্মন্! তোর এত বড় আস্পর্দ্ধা যে, আমি জলপান করিতেছি দেখিয়াও, তুই জল, ঘোলা করিতেছিস। মেষশাবক, শুনিয়া, ভয়ে কাঁপিতে কাঁপিতে কহিল, সে কি মহাশয়! আমি, কেমন করিয়া, আপনকার পান করিবার জল ঘোলা করিলাম। আমি নীচে জলপান করিতেছি, আপনি উপরে জলপান করিতেছেন। নীচের জল ঘোলা করিলেও, উপরের জল ঘোলা হইতে পারে না।  বাঘ কহিল, সে যাহা হউক, তুই, এক বৎসর পূর্ব্ব, আমার অনেক নিন্দা করিয়াছিলি; আজ তোরে তাহার সমুচিত প্রতিফল দিব। মেষশাবক কাঁপিতে কাঁপিতে কহিল, আপনি অন্যায় আজ্ঞা করিতেছেন; এক বৎসর পূর্ব্বে, আমার জম্মই হয় নাই; সুতরাং, তৎকালে আমি আপনকার নিন্দা করিয়াছি, ইহা কি রূপে সম্ভবিতে পারে। বাঘ কহিল, হাঁ সত্য বটে; সে তুই নহিস, তোর বাপ আমার নিন্দা করিয়াছিল। তুই কর, আর তোর বাপ করুক, একই কথা। আর আমি তোর কোনও ওজর শুনিতে চাহি না। এই বলিয়া, বাঘ ঐ অসহায়, দুর্ব্বল মেষশাবকের প্রাণসংহার করিল।

 দুরাত্মার ছলের অসদ্ভাব নাই।

 আমি অপরাধী নহি, বা এরূপ করা অন্যায়, ইহা কহিয়া, প্রবল ব্যক্তির অত্যাচার হইতে পরিত্রাণ পাওয়া যায় না।

সকল অধ্যায়

১. বাঘ ও বক
২. দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ
৩. শিকারি কুকুর
৪. শৃগাল ও দ্রাক্ষাফল
৫. অশ্ব ও অশ্বপাল
৬. সর্প ও কৃষক
৭. কুকুর ও প্রতিবিম্ব
৮. ব্যাঘ্র ও মেষশাবক
৯. মাছি ও মধুর কলসী
১০. কুকুর, কুক্কুট ও শৃগাল
১১. চালক ও চক্র
১২. ব্যাঘ্র ও পালিত কুকুর
১৩. সিংহ ও ইঁদুর
১৪. রাখাল ও ব্যাঘ্র
১৫. শৃগাল ও কৃষক
১৬. কাক ও জলের কলসী
১৭. উদর ও অন্যান্য অবয়ব
১৮. একচক্ষু হরিণ
১৯. নেকড়ে বাঘ ও মেষের পাল
২০. দুই পথিক ও ভালুক
২১. বিধবা ও কুক্কুটী
২২. সিংহ, গর্দ্দভ ও শৃগালের শিকার
২৩. খরগস ও শিকারী কুকুর
২৪. খরগস ও কচ্ছপ
২৫. কৃষক ও কৃষকের পুত্রগণ
২৬. বৃদ্ধা নারী ও চিকিৎসক
২৭. শশকগণ ও ভেকগণ
২৮. কৃষক ও সারস
২৯. গৃহস্থ ও তাহার পুত্রগণ
৩০. কচ্ছপ ও ঈগলপক্ষী
৩১. অশ্ব ও অশ্বারোহী
৩২. কুক্কুরদষ্ট মনুষ্য
৩৩. ভল্লুক ও শৃগাল
৩৪. পথিকগণ ও বটবৃক্ষ
৩৫. কুঠার ও জলদেবতা
৩৬. বৃষ ও মশক
৩৭. রোগী ও চিকিৎসক
৩৮. ইঁদুরের পরামর্শ
৩৯. সিংহ ও মহিষ
৪০. চোর ও কুকুর
৪১. লাঙ্গুলহীন শৃগাল
৪২. সারসী ও তাহার শিশুসন্তান
৪৩. পথিক ও কুঠার
৪৪. পক্ষী ও শাকুনিক
৪৫. দুঃখী বৃদ্ধ ও যম
৪৬. ঈগল ও দাঁড়কাক
৪৭. হরিণ ও দ্রাক্ষালতা
৪৮. সিংহ, শৃগাল ও গর্দ্দভ
৪৯. সিংহ, ভালুক ও শৃগাল
৫০. পীড়িত সিংহ
৫১. নেকড়ে বাঘ ও মেষ
৫২. সিংহ ও তিন বৃষ
৫৩. শৃগাল ও সারস
৫৪. শৃগাল ও কণ্টকবৃক্ষ
৫৫. টাক ও পরচুলা
৫৬. সিংহচৰ্ম্মাবৃত গৰ্দ্দভ
৫৭. ঘোটকের ছায়া
৫৮. অশ্ব ও গৰ্দ্দভ
৫৯. লবণবাহী বলদ
৬০. হরিণ
৬১. বালকগণ ও ভেকসমূহ
৬২. বাঘ ও ছাগল
৬৩. সিংহ ও অন্যান্য জন্তুর শিকার
৬৪. জ্যোতিৰ্ব্বেত্তা
৬৫. গৰ্দ্দভ, কুক্কুট ও সিংহ
৬৬. অশ্ব ও গৰ্দ্দভ
৬৭. সিংহ ও নেকড়ে বাঘ
৬৮. বৃদ্ধ সিংহ
৬৯. মেষপালক ও নেকড়ে বাঘ
৭০. কুকুর ও অশ্বগণ
৭১. পিপীলিকা ও পারাবত
৭২. কাক ও শৃগাল
৭৩. জলমগ্ন বালক
৭৪. শিকারী ও কাঠুরিয়া
৭৫. সিংহ ও কৃষক
৭৬. পিপীলিকা ও তৃণকীট
৭৭. পায়রা ও চীল
৭৮. বানর ও মৎস্যজীবী
৭৯. অশ্ব ও বৃদ্ধ কৃষক
৮০. শৃগাল ও ছাগল
৮১. সিংহ ও শৃগাল
৮২. কুক্কুট ও মুক্তাফল
৮৩. মৃন্ময় ও কাংস্যময় পাত্র
৮৪. ঈগল ও শৃগালী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন