কাক ও শৃগাল

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

কাক ও শৃগাল

এক কাক, কোনও স্থান হইতে, এক খণ্ড মাংস আনিয়া, বৃক্ষের শাখায় বসিল। সে ঐ মাংস খাইবার উপক্রম করিতেছে, এমন সময়, এক শৃগাল, সেই স্থানে উপস্থিত হইয়া, কাকের মুখে মাংসখণ্ড দেখিয়া, মনে মনে স্থির করিল, কোনও উপায়ে, কাকের মুখ হইতে, ঐ মাংস লইয়া, আহার করিতে হইবেক। অনন্তর, সে কাককে সম্বোধন করিয়া কহিল, ভাই কাক! আমি তোমার মত সর্ব্বাঙ্গসুন্দর পক্ষী কখনও দেখি নাই। কেমন পাখা! কেমন চক্ষু! কেমন গ্রীবা! কেমন বক্ষঃস্থল! কেমন নখর! দেখ, ভাই! তোমার সকলই সুন্দর; দুঃখের বিষয় এই, তুমি বোবা।

 কাক, শৃগালের মুখে এইরূপ প্রশংসা শুনিয়া, অতিশয় আহ্লাদিত হইল, এবং মনে করিল, শৃগাল ভাবিয়াছে, আমি বোবা। এই সময়ে, যদি আমি শব্দ করি, তাহা হইলে, শৃগাল, এক বারে মোহিত হইবেক। এই বলিয়া, মুখবিস্তার করিয়া, কাক যেমন শব্দ করিতে গেল; অমনি তাহার মুখস্থিত মাংসখণ্ড ভূমিতে পতিত হইল। শৃগাল, যার পর নাই আহ্লাদিত হইয়া, ঐ মাংসখণ্ড উঠাইয়া লইল, এবং, মনের সুখে, খাইতে খাইতে, তথা হইতে চলিয়া গেল। কাক, হতবুদ্ধি হইয়া, বসিয়া রহিল।

 আপন ইষ্ট সিদ্ধ করা অভিপ্রেত না হইলে, কেহ খোসামোদ করে না। আর, যাহারা খোসামোদের বশীভূত হয়, তাহাদিগকে তাহার ফলভোগ করিতে হয়।

সকল অধ্যায়

১. বাঘ ও বক
২. দাঁড়কাক ও ময়ূরপুচ্ছ
৩. শিকারি কুকুর
৪. শৃগাল ও দ্রাক্ষাফল
৫. অশ্ব ও অশ্বপাল
৬. সর্প ও কৃষক
৭. কুকুর ও প্রতিবিম্ব
৮. ব্যাঘ্র ও মেষশাবক
৯. মাছি ও মধুর কলসী
১০. কুকুর, কুক্কুট ও শৃগাল
১১. চালক ও চক্র
১২. ব্যাঘ্র ও পালিত কুকুর
১৩. সিংহ ও ইঁদুর
১৪. রাখাল ও ব্যাঘ্র
১৫. শৃগাল ও কৃষক
১৬. কাক ও জলের কলসী
১৭. উদর ও অন্যান্য অবয়ব
১৮. একচক্ষু হরিণ
১৯. নেকড়ে বাঘ ও মেষের পাল
২০. দুই পথিক ও ভালুক
২১. বিধবা ও কুক্কুটী
২২. সিংহ, গর্দ্দভ ও শৃগালের শিকার
২৩. খরগস ও শিকারী কুকুর
২৪. খরগস ও কচ্ছপ
২৫. কৃষক ও কৃষকের পুত্রগণ
২৬. বৃদ্ধা নারী ও চিকিৎসক
২৭. শশকগণ ও ভেকগণ
২৮. কৃষক ও সারস
২৯. গৃহস্থ ও তাহার পুত্রগণ
৩০. কচ্ছপ ও ঈগলপক্ষী
৩১. অশ্ব ও অশ্বারোহী
৩২. কুক্কুরদষ্ট মনুষ্য
৩৩. ভল্লুক ও শৃগাল
৩৪. পথিকগণ ও বটবৃক্ষ
৩৫. কুঠার ও জলদেবতা
৩৬. বৃষ ও মশক
৩৭. রোগী ও চিকিৎসক
৩৮. ইঁদুরের পরামর্শ
৩৯. সিংহ ও মহিষ
৪০. চোর ও কুকুর
৪১. লাঙ্গুলহীন শৃগাল
৪২. সারসী ও তাহার শিশুসন্তান
৪৩. পথিক ও কুঠার
৪৪. পক্ষী ও শাকুনিক
৪৫. দুঃখী বৃদ্ধ ও যম
৪৬. ঈগল ও দাঁড়কাক
৪৭. হরিণ ও দ্রাক্ষালতা
৪৮. সিংহ, শৃগাল ও গর্দ্দভ
৪৯. সিংহ, ভালুক ও শৃগাল
৫০. পীড়িত সিংহ
৫১. নেকড়ে বাঘ ও মেষ
৫২. সিংহ ও তিন বৃষ
৫৩. শৃগাল ও সারস
৫৪. শৃগাল ও কণ্টকবৃক্ষ
৫৫. টাক ও পরচুলা
৫৬. সিংহচৰ্ম্মাবৃত গৰ্দ্দভ
৫৭. ঘোটকের ছায়া
৫৮. অশ্ব ও গৰ্দ্দভ
৫৯. লবণবাহী বলদ
৬০. হরিণ
৬১. বালকগণ ও ভেকসমূহ
৬২. বাঘ ও ছাগল
৬৩. সিংহ ও অন্যান্য জন্তুর শিকার
৬৪. জ্যোতিৰ্ব্বেত্তা
৬৫. গৰ্দ্দভ, কুক্কুট ও সিংহ
৬৬. অশ্ব ও গৰ্দ্দভ
৬৭. সিংহ ও নেকড়ে বাঘ
৬৮. বৃদ্ধ সিংহ
৬৯. মেষপালক ও নেকড়ে বাঘ
৭০. কুকুর ও অশ্বগণ
৭১. পিপীলিকা ও পারাবত
৭২. কাক ও শৃগাল
৭৩. জলমগ্ন বালক
৭৪. শিকারী ও কাঠুরিয়া
৭৫. সিংহ ও কৃষক
৭৬. পিপীলিকা ও তৃণকীট
৭৭. পায়রা ও চীল
৭৮. বানর ও মৎস্যজীবী
৭৯. অশ্ব ও বৃদ্ধ কৃষক
৮০. শৃগাল ও ছাগল
৮১. সিংহ ও শৃগাল
৮২. কুক্কুট ও মুক্তাফল
৮৩. মৃন্ময় ও কাংস্যময় পাত্র
৮৪. ঈগল ও শৃগালী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন