রবীন্দ্রনাথ ঠাকুর
ভক্তি আসে রিক্তহস্ত প্রসন্নবদন— অতিভক্তি বলে, দেখি কী পাইলে ধন। ভক্তি কয়, মনে পাই, না পারি দেখাতে।— অতিভক্তি কয়, আমি পাই হাতে হাতে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন