রবীন্দ্রনাথ ঠাকুর
দিনান্তের মুখ চুম্বি রাত্রি ধীরে কয়— আমি মৃত্যু তোর মাতা, নাহি মোরে ভয়। নব নব জন্মদানে পুরাতন দিন আমি তোরে ক’রে দিই প্রত্যহ নবীন।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন