রবীন্দ্রনাথ ঠাকুর
আগা বলে, আমি বড়ো, তুমি ছোটো লোক। গোড়া হেসে বলে, ভাই, ভালো তাই হোক। তুমি উচ্চে আছ ব’লে গর্বে আছ ভোর, তোমারে করেছি উচ্চ এই গর্ব মোর।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন