মূল

রবীন্দ্রনাথ ঠাকুর

আগা বলে, আমি বড়ো, তুমি ছোটো লোক।
গোড়া হেসে বলে, ভাই, ভালো তাই হোক।
তুমি উচ্চে আছ ব’লে গর্বে আছ ভোর,
তোমারে করেছি উচ্চ এই গর্ব মোর।

সকল অধ্যায়

১. হাতে-কলমে
২. শক্তির সীমা
৩. নূতন চাল
৪. অকর্মার বিভ্রাট
৫. হার-জিত
৬. ভার
৭. কীটের বিচার
৮. যথাকর্তব্য
৯. অসম্পূর্ণ সংবাদ
১০. ঈর্ষার সন্দেহ
১১. অধিকার
১২. নিন্দুকের দুরাশা
১৩. রাষ্ট্রনীতি
১৪. গুণজ্ঞ
১৫. চুরি-নিবারণ
১৬. আত্মশত্রুতা
১৭. দানরিক্ত
১৮. স্পষ্টভাষী
১৯. প্রতাপের তাপ
২০. নম্রতা
২১. ভিক্ষা ও উপার্জন
২২. উচ্চের প্রয়োজন
২৩. অচেতন মাহাত্ম্য
২৪. শক্তের ক্ষমা
২৫. প্রকারভেদ
২৬. খেলেনা
২৭. এক-তরফা হিসাব
২৮. অল্প জানা ও বেশি জানা
২৯. মূল
৩০. পর-বিচারে গৃহভেদ
৩১. গরজের আত্মীয়তা
৩২. সাম্যনীতি
৩৩. কুটুম্বিতা-বিচার
৩৪. উদারচরিতানাম্
৩৫. জ্ঞানের দৃষ্টি ও প্রেমের সম্ভোগ
৩৬. সমালোচক
৩৭. স্বদেশদ্বেষী
৩৮. ভক্তি ও অতিভক্তি
৩৯. প্রবীণ ও নবীন
৪০. আকাঙ্ক্ষা
৪১. কৃতীর প্রমাদ
৪২. অসম্ভব ভালো
৪৩. নদীর প্রতি খাল
৪৪. স্পর্ধা
৪৫. অযোগ্যের উপহাস
৪৬. প্রত্যক্ষ প্রমাণ
৪৭. পরের কর্ম-বিচার
৪৮. গদ্য ও পদ্য
৪৯. ভক্তিভাজন
৫০. ক্ষুদ্রের দম্ভ
৫১. সন্দেহের কারণ
৫২. নিরাপদ নীচতা
৫৩. পরিচয়
৫৪. অকৃতজ্ঞ
৫৫. অসাধ্য চেষ্টা
৫৬. ভালো মন্দ
৫৭. একই পথ
৫৮. কাকঃ কাকঃ পিকঃ পিকঃ
৫৯. গালির ভঙ্গি
৬০. কলঙ্কব্যবসায়ী
৬১. প্রভেদ
৬২. নিজের ও সাধারণের
৬৩. মাঝারির সতর্কতা
৬৪. শত্রুতাগৌরব
৬৫. উপলক্ষ
৬৬. নূতন ও সনাতন
৬৭. দীনের দান
৬৮. কুয়াশার আক্ষেপ
৬৯. গ্রহণে ও দানে
৭০. অনাবশ্যকের আবশ্যকতা
৭১. তন্নষ্টং যন্ন দীয়তে
৭২. নতিস্বীকার
৭৩. পরস্পর
৭৪. বলের অপেক্ষা বলী
৭৫. কর্তব্যগ্রহণ
৭৬. ধ্রুবাণি তস্য নশ্যন্তি
৭৭. মোহ
৭৮. ফুল ও ফল
৭৯. অস্ফুট ও পরিস্ফুট
৮০. প্রশ্নের অতীত
৮১. স্বাধীনতা
৮২. বিফল নিন্দা
৮৩. মোহের আশঙ্কা
৮৪. স্তুতি নিন্দা
৮৫. পর ও আত্মীয়
৮৬. আদিরহস্য
৮৭. অদৃশ্য কারণ
৮৮. সত্যের সংযম
৮৯. সৌন্দর্যের সংযম
৯০. মহতের দুঃখ
৯১. অনুরাগ ও বৈরাগ্য
৯২. বিরাম
৯৩. জীবন
৯৪. অপরিবর্তনীয়
৯৫. অপরিহরণীয়
৯৬. সুখদুঃখ
৯৭. চালক
৯৮. সত্যের আবিষ্কার
৯৯. সুসময়
১০০. ছলনা
১০১. সজ্ঞান আত্মবিসর্জন
১০২. স্পষ্ট সত্য
১০৩. আরম্ভ ও শেষ
১০৪. বস্ত্রহরণ
১০৫. চিরনবীনতা
১০৬. মৃত্যু
১০৭. শক্তির শক্তি
১০৮. ধ্রুবসত্য
১০৯. এক পরিণাম

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন