রবীন্দ্রনাথ ঠাকুর
সূর্য দুঃখ করি বলে নিন্দা শুনি স্বীয়, কী করিলে হব আমি সকলের প্রিয়। বিধি কহে, ছাড়ো তবে এ সৌর সমাজ, দু-চারি জনেরে লয়ে করো ক্ষুদ্র কাজ।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন