রবীন্দ্রনাথ ঠাকুর
বাঁশি বলে, মোর কিছু নাহিকো গৌরব, কেবল ফুঁয়ের জোরে মোর কলরব। ফুঁ কহিল, আমি ফাঁকি, শুধু হাওয়াখানি— যে জন বাজায় তারে কেহ নাহি জানি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন