রবীন্দ্রনাথ ঠাকুর
গন্ধ চলে যায়, হায়, বন্ধ নাহি থাকে, ফুল তারে মাথা নাড়ি ফিরে ফিরে ডাকে। বায়ু বলে, যাহা গেল সেই গন্ধ তব, যেটুকু না দিবে তারে গন্ধ নাহি কব।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন