রাজনীতিক ও বাঙলা

হুমায়ুন আজাদ

মানবগোষ্ঠির সবচেয়ে বাচল শ্রেণী হচ্ছে রাজনীতিক শ্রেণী, ভাষা তাঁদের প্রধান অস্ত্র। গরিব দেশগুলোতে গণতন্ত্রের বড়ো অবদান রাজনীতিকসম্প্রদায় : বাকসর্বস্বতা তাঁদের মূল বল ও ধন। তাঁদের সব সময় ও জায়গার কথা বলতে হয়। জনসভায় তাঁরা আগুন জ্বালান, তাঁদের গলা থেকে দাবানল, ভূমিকম্প, বজ্র, মহাপ্লাবন বেরিয়ে আসতে থাকে; এবং বেরোয় বিপুল আবর্জনা।

যখন তাদের দেখি অবিরাম বজ্রপাত হয় নীল থেকে।
পোকা জন্মে আম্রফলে, শবরিতে; ইক্ষুর শরীর ভরে কালান্তক বিষে
প’চে ওঠে পাকা ধান, পঙ্গপাল মেতে ওঠে আদিগন্ত ছড়ানো সবুজে,
ভেসে ওঠে মরা মাছ, বিছানায় বিষাক্ত সাপ ওঠে এঁকেবেঁকে।
স্বপ্নাতুর দুই ঠোঁট ভ’রে ওঠে মরারক্তে— ঘনীভূত পুঁজে।

বাঙলাদেশের রাজনীতিকসম্প্রদায় দ্বিভাষিক : পারিবারিক জীবনে ও জনতার সামনে তাঁরা ব্যবহার করেন সাধু-চলতি-আঞ্চলিক মিশ্রিত বাঙলা, কিন্তু শাসনের সময় সাধারণ ভুতত্রুটিপূর্ণ ইংরেজি ব্যবহার করেন। অনেকে সংসদেও ইংরেজিতে ভাষণ দেন। তথাকথিত আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহে রাজনীতিকেরা ইংরেজিতেই বক্তব্য প্রকাশের চেষ্টা করেন। আমাদের রাজনীতিকদের দ্বিভাষিকতা তাঁদের চারিত্রিক দ্বিমুখিতার পরিচায়ক;- সাধারণ জনগণকে উত্তেজিত-প্রতারিত করার জন্যে তাঁরা বাঙলা ভাষা ব্যবহার করেন, কিন্তু জনতা থেকে তাঁরা যখন দূরে সুসজ্জিত অফিসে বা গৃহে আসেন, তখন ইংরেজি তাঁদের কাছে তৃপ্তকর মনে হয়। বাঙলাদেশের রাজনীতিক দলগুলোর নাম আমাদের রাজনীতিকদের বিভাষমুখিতার প্রমাণ দেয়। ‘আওয়ামি লিগ’, ‘ন্যাশন্যাল আওয়ামি পার্টি’, ‘বাংলাদেশ ন্যাশন্যালিস্ট পার্টি’ প্রভৃতি নাম আমাদের রাজনীতিকসম্প্রদায়ের জনবিচ্ছিন্ন মানসিকতার পরিচয় বহন করে।

সকল অধ্যায়

১. অবতরণিকা
২. শত্রুমিত্র শনাক্তকরণ
৩. শত্রুমিত্রতার ইতিকথা
৪. পাকিস্তানি শত্রুতা ও কয়েকজন কুখ্যাত শত্রু
৫. ঔপনিবেশিক ঘোর
৬. কানা নিতাই ও খোঁড়া অদ্বৈতের উত্তরাধিকারীরা
৭. বাঙলা প্রচলনের সমস্যাটি ভাষাতাত্ত্বিক নয়
৮. ইংরেজি ও বাঙলা : শ্ৰেণীদ্বন্দ্ব ও শ্রেণী-উত্তরণ
৯. ইংরেজি : পশ্চিমের জানালা- কার জন্যে খোলা থাকা দরকার?
১০. কতো টাকা জমলে বাঙলাকে ঘৃণা করতে ইচ্ছে হয়?
১১. ইংরেজি : চক্রান্ত ও শোষণের ভাষা
১২. বাঙলা : তোষণ ও প্রতারণার ভাষা
১৩. ফেব্রুয়ারি : উৎসব ও স্নিগ্ধ ছলনার মাস
১৪. বাঙলা প্রচলনের বর্তমান অবস্থা
১৫. সরকার ও বাঙলা
১৬. রাজনীতিক ও বাঙলা
১৭. আমলা ও বাঙলা
১৮. বিচারালয় ও বাঙলা
১৯. বাঙলা একাডেমি ও বাঙলা
২০. বিশ্ববিদ্যালয় ও বাঙলা
২১. খেলোয়াড় ও বাঙলা
২২. নামকরণ ও বাঙলা
২৩. পণ্য ও বাঙলা
২৪. জ্ঞান ও বাঙলা ও ইংরেজি
২৫. ভাষা-পরিকল্পনার সর্বজনীন বৈশিষ্ট্য
২৬. উপসংহার
২৭. পরিশিষ্ট : এক – ভাষা-আন্দোলন : নূরুল আমীনের দৃষ্টিতে
২৮. পরিশিষ্ট : দুই – ভাষা-আন্দোলন ১৯৮২
২৯. গ্রন্থপঞ্জি – ভাষা-বিতর্ক ও ভাষা-আন্দোলন বিষয়ক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন