পণ্য ও বাঙলা

হুমায়ুন আজাদ

বাঙলাদেশি পণ্য বাঙলা ভাষাকে সহ্য করে না। আমাদের ‘শিল্পপতি’রা নিম্নমানের পণ্য ও উচ্চমানের ইংরেজি নামের জন্যে বিখ্যাত। বদনা থেকে নখপালিশ যা-ই তাঁরা বানান, তারই নাম দেন ইংরেজিতে। যে ছুন্নু-পাউডার তাঁরা তৈরি করেন, তা ধনীদের প্রাসাদে যায় না, যায় গরিব গ্রামে বস্তিতে; তবুও ওগুলোর নাম ইংরেজিতে। আমাদের ব্যবসায়ী শিল্পপতিরা জনসাধারণের রুচি নষ্ট ক’রে চলেছেন সব সময়; তাঁরা ক্রেতাদের মনে এমন এক অসুস্থবোধ সঞ্চার করে দিয়েছেন যে ইংরেজি নামের পণ্যমাত্রই উৎকৃষ্ট। পণ্যদ্রব্যের মধ্যে প্রসাধনসামগ্রী প্রায় সর্বত্রগামী, এবং এগুলোর অধিকাংশের নামই ইংরেজিতে : ‘আমুর, অ্যালেগ্রো, প্রিন্সেস, নিউহ্যাভেন, এমেকস্, লুক, হানিডিউ, পেপস, সিনড্রেলা, মুনড্রপ, লাভ, গ্যাকোটাচ, সি-বোঁ, ফ্লোরা ইত্যাদি। বাঙলা নাম পাওয়া যায় শুধু আয়ুর্বেদীয় পণ্যে : ‘গন্ধরাজ, লক্ষীবিলাস, নিদ্রাকুসুম, জবাকুসুম, অনামিকা আলতা, হিমকবরী’। বিস্কুট টফিশ্রেণীর নাম ইংরেজিতে : ‘ব্যানানা ক্রিম, রোলিও, পাইনএপেল, বোনালিম, মিমি’। পাটকল-তাঁতকল সংস্থার উৎপাদিত কার্পেট-শাল প্রভৃতির নাম ইংরেজিতে : “ইনটিমেট, এলিট, ডেকর, অ্যারিস্টোক্র্যাট, নোভাটেকস’। ওষুধের কারখানাগুলো বাঙলা নাম ভাবতেই পারে না। টেলিফোন যন্ত্রটি খুব শক্তিশালী, এবং এটি এখন বাঙলাদেশেই উৎপাদিত হয়; তবুও এর সংখ্যাগুলো ইংরেজিতে। আমাদের পণ্যজগতের দিকে তাকালে বোঝা যায় যে আমাদের ব্যবসায়ীরা জনসাধারণকে শুধু অর্থগতভাবে শোষণ করছে না, সঙ্গে সঙ্গে বিকৃত ক’রে চলছে তাদের মানসিক জগত।

সকল অধ্যায়

১. অবতরণিকা
২. শত্রুমিত্র শনাক্তকরণ
৩. শত্রুমিত্রতার ইতিকথা
৪. পাকিস্তানি শত্রুতা ও কয়েকজন কুখ্যাত শত্রু
৫. ঔপনিবেশিক ঘোর
৬. কানা নিতাই ও খোঁড়া অদ্বৈতের উত্তরাধিকারীরা
৭. বাঙলা প্রচলনের সমস্যাটি ভাষাতাত্ত্বিক নয়
৮. ইংরেজি ও বাঙলা : শ্ৰেণীদ্বন্দ্ব ও শ্রেণী-উত্তরণ
৯. ইংরেজি : পশ্চিমের জানালা- কার জন্যে খোলা থাকা দরকার?
১০. কতো টাকা জমলে বাঙলাকে ঘৃণা করতে ইচ্ছে হয়?
১১. ইংরেজি : চক্রান্ত ও শোষণের ভাষা
১২. বাঙলা : তোষণ ও প্রতারণার ভাষা
১৩. ফেব্রুয়ারি : উৎসব ও স্নিগ্ধ ছলনার মাস
১৪. বাঙলা প্রচলনের বর্তমান অবস্থা
১৫. সরকার ও বাঙলা
১৬. রাজনীতিক ও বাঙলা
১৭. আমলা ও বাঙলা
১৮. বিচারালয় ও বাঙলা
১৯. বাঙলা একাডেমি ও বাঙলা
২০. বিশ্ববিদ্যালয় ও বাঙলা
২১. খেলোয়াড় ও বাঙলা
২২. নামকরণ ও বাঙলা
২৩. পণ্য ও বাঙলা
২৪. জ্ঞান ও বাঙলা ও ইংরেজি
২৫. ভাষা-পরিকল্পনার সর্বজনীন বৈশিষ্ট্য
২৬. উপসংহার
২৭. পরিশিষ্ট : এক – ভাষা-আন্দোলন : নূরুল আমীনের দৃষ্টিতে
২৮. পরিশিষ্ট : দুই – ভাষা-আন্দোলন ১৯৮২
২৯. গ্রন্থপঞ্জি – ভাষা-বিতর্ক ও ভাষা-আন্দোলন বিষয়ক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন