খেলা

রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার কটি - তটের ধটি কে দিল রাঙিয়া । কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া । বিহানবেলা আঙিনাতলে এসেছ তুমি কী খেলাছলে , চরণ দুটি চলিতে ছুটি পড়িছে ভাঙিয়া । তোমার কটি - তটের ধটি কে দিল রাঙিয়া । কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি , দুয়ার - পাশে জননী হাসে হেরিয়া নাচনি । তাথেই থেই তালির সাথে কাঁকন বাজে মায়ের হাতে , রাখাল - বেশে ধরেছ হেসে বেণুর পাঁচনি । কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি । ভিখারি ওরে , অমন করে শরম ভুলিয়া মাগিস কী বা মায়ের গ্রীবা আঁকড়ি ঝুলিয়া । ওরে রে লোভী , ভুবনখানি গগন হতে উপাড়ি আনি ভরিয়া দুটি ললিত মুঠি দিব কি তুলিয়া । কী চাস ওরে অমন করে শরম ভুলিয়া । নিখিল শোনে আকুল মনে নূপুর - বাজনা । তপন শশী হেরিছে বসি তোমার সাজনা। ঘুমাও যবে মায়ের বুকে আকাশ চেয়ে রহে ও মুখে , জাগিলে পরে প্রভাত করে নয়ন - মাজনা । নিখিল শোনে আকুল মনে নূপুর - বাজনা । ঘুমের বুড়ি আসিছে উড়ি নয়ন - ঢুলানী , গায়ের ‘পরে কোমল করে পরশ - বুলানী । মায়ের প্রাণে তোমারি লাগি জগৎ - মাতা রয়েছে জাগি , ভুবন - মাঝে নিয়ত রাজে ভুবন - ভুলানী । ঘুমের বুড়ি আসিছে উড়ি নয়ন - ঢুলানী । 

সকল অধ্যায়

১. জন্মকথা
২. খেলা
৩. খোকা
৪. ঘুমচোরা
৫. অপযশ
৬. বিচার
৭. চাতুরী
৮. নির্লিপ্ত
৯. কেন মধুর
১০. খোকার রাজ্য
১১. ভিতরে ও বাহিরে
১২. প্রশ্ন
১৩. সমব্যথী
১৪. বিচিত্র সাধ
১৫. মাস্টারবাবু
১৬. বিজ্ঞ
১৭. ব্যাকুল
১৮. ছোটোবড়ো
১৯. সমালোচক
২০. বীরপুরুষ
২১. রাজার বাড়ি
২২. মাঝি
২৩. নৌকাযাত্রা
২৪. ছুটির দিনে
২৫. বনবাস
২৬. জ্যোতিষ-শাস্ত্র
২৭. বৈজ্ঞানিক
২৮. মাতৃবৎসল
২৯. লুকোচুরি
৩০. দুঃখহারী
৩১. বিদায়
৩২. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
৩৩. সাত ভাই চম্পা
৩৪. নবীন অতিথি
৩৫. অস্তসখী
৩৬. হাসিরাশি
৩৭. পরিচয়
৩৮. বিচ্ছেদ
৩৯. উপহার
৪০. পাখির পালক
৪১. পূজার সাজ
৪২. মা-লক্ষ্মী
৪৩. কাগজের নৌকা
৪৪. শীত
৪৫. শীতের বিদায়
৪৬. ফুলের ইতিহাস
৪৭. আকুল আহ্বান
৪৮. পুরোনো বট
৪৯. আশীর্বাদ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন