খোকা

রবীন্দ্রনাথ ঠাকুর

খোকার চোখে যে ঘুম আসে সকল - তাপ - নাশা — জান কি কেউ কোথা হতে যে করে সে যাওয়া - আসা । শুনেছি রূপকথার গাঁয়ে জোনাকি - জ্বলা বনের ছায়ে দুলিছে দুটি পারুল - কুঁড়ি , তাহারি মাঝে বাসা — সেখান থেকে খোকার চোখে করে সে যাওয়া - আসা । খোকার ঠোঁটে যে হাসিখানি চমকে ঘুমঘোরে — কোন্‌ দেশে যে জনম তার কে কবে তাহা মোরে । শুনেছি কোন্‌ শরৎ - মেঘে শিশু - শশীর কিরণ লেগে সে হাসিরুচি জনমি ছিল শিশিরশুচি ভোরে — খোকার ঠোঁটে যে হাসিখানি চমকে ঘুমঘোরে । খোকার গায়ে মিলিয়ে আছে যে কচি কোমলতা — জান কি সে যে এতটা কাল লুকিয়ে ছিল কোথা । মা যবে ছিল কিশোরী মেয়ে করুণ তারি পরান ছেয়ে মাধুরীরূপে মুরছি ছিল কহে নি কোনো কথা — খোকার গায়ে মিলিয়ে আছে যে কচি কোমলতা । আশিস আসি পরশ করে খোকারে ঘিরে ঘিরে — জান কি কেহ কোথা হতে সে বরষে তার শিরে । ফাগুনে নব মলয়শ্বাসে , শ্রাবণে নব নীপের বাসে , আশিনে নব ধান্যদলে , আষাড়ে নব নীরে — আশিস আসি পরশ করে খোকারে ঘিরে ঘিরে । এই - যে খোকা তরুণতনু নতুন মেলে আঁখি — ইহার ভার কে লবে আজি তোমরা জান তা কি । হিরণময় কিরণ - ঝোলা যাঁহার এই ভুবন - দোলা তপন - শশী - তারার কোলে দেবেন এরে রাখি — এই - যে খোকা তরুণতনু নতুন মেলে আঁখি । 

সকল অধ্যায়

১. জন্মকথা
২. খেলা
৩. খোকা
৪. ঘুমচোরা
৫. অপযশ
৬. বিচার
৭. চাতুরী
৮. নির্লিপ্ত
৯. কেন মধুর
১০. খোকার রাজ্য
১১. ভিতরে ও বাহিরে
১২. প্রশ্ন
১৩. সমব্যথী
১৪. বিচিত্র সাধ
১৫. মাস্টারবাবু
১৬. বিজ্ঞ
১৭. ব্যাকুল
১৮. ছোটোবড়ো
১৯. সমালোচক
২০. বীরপুরুষ
২১. রাজার বাড়ি
২২. মাঝি
২৩. নৌকাযাত্রা
২৪. ছুটির দিনে
২৫. বনবাস
২৬. জ্যোতিষ-শাস্ত্র
২৭. বৈজ্ঞানিক
২৮. মাতৃবৎসল
২৯. লুকোচুরি
৩০. দুঃখহারী
৩১. বিদায়
৩২. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
৩৩. সাত ভাই চম্পা
৩৪. নবীন অতিথি
৩৫. অস্তসখী
৩৬. হাসিরাশি
৩৭. পরিচয়
৩৮. বিচ্ছেদ
৩৯. উপহার
৪০. পাখির পালক
৪১. পূজার সাজ
৪২. মা-লক্ষ্মী
৪৩. কাগজের নৌকা
৪৪. শীত
৪৫. শীতের বিদায়
৪৬. ফুলের ইতিহাস
৪৭. আকুল আহ্বান
৪৮. পুরোনো বট
৪৯. আশীর্বাদ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন