হাসিরাশি

রবীন্দ্রনাথ ঠাকুর

নাম রেখেছি বাব্‍লারানী, একরত্তি মেয়ে। হাসিখুশি চাঁদের আলো মুখটি আছে ছেয়ে। ফুট্‌ফুটে তার দাঁত কখানি, পুট্‌পুটে তার ঠোঁট। মুখের মধ্যে কথাগুলি সব উলোটপালোট। কচি কচি হাত দুখানি, কচি কচি মুঠি, মুখ নেড়ে কেউ কথা ক'লে হেসেই কুটি-কুটি। তাই তাই তাই তালি দিয়ে দুলে দুলে নড়ে, চুলগুলি সব কালো কালো মুখে এসে পড়ে। ‘চলি চলি পা পা' টলি টলি যায়, গরবিনী হেসে হেসে আড়ে আড়ে চায়। হাতটি তুলে চুড়ি দুগাছি দেখায় যাকে তাকে, হাসির সঙ্গে নেচে নেচে নোলক দোলে নাকে। রাঙা দুটি ঠোঁটের কাছে মুক্তো আছে ফ'লে, মায়ের চুমোখানি-যেন মুক্তো হয়ে দোলে। আকাশেতে চাঁদ দেখেছে, দু হাত তুলে চায়, মায়ের কোলে দুলে দুলে ডাকে ‘আয় আয়'। চাঁদের আঁখি জুড়িয়ে গেল তার মুখেতে চেয়ে, চাঁদ ভাবে কোত্থেকে এল চাঁদের মতো মেয়ে। কচি প্রাণের হাসিখানি চাঁদের পানে ছোটে, চাঁদের মুখের হাসি আরো বেশি ফুঠে ওঠে। এমন সাধের ডাক শুনে চাঁদ কেমন করে আছে— তারাগুলি ফেলে বুঝি নেমে আসবে কাছে! সুধামুখের হাসিখানি চুরি করে নিয়ে রাতারাতি পালিয়ে যাবে মেঘের আড়াল দিয়ে। আমরা তারে রাখব ধরে রানীর পাশেতে। হাসিরাশি বাঁধা রবে হাসিরাশিতে। 

সকল অধ্যায়

১. জন্মকথা
২. খেলা
৩. খোকা
৪. ঘুমচোরা
৫. অপযশ
৬. বিচার
৭. চাতুরী
৮. নির্লিপ্ত
৯. কেন মধুর
১০. খোকার রাজ্য
১১. ভিতরে ও বাহিরে
১২. প্রশ্ন
১৩. সমব্যথী
১৪. বিচিত্র সাধ
১৫. মাস্টারবাবু
১৬. বিজ্ঞ
১৭. ব্যাকুল
১৮. ছোটোবড়ো
১৯. সমালোচক
২০. বীরপুরুষ
২১. রাজার বাড়ি
২২. মাঝি
২৩. নৌকাযাত্রা
২৪. ছুটির দিনে
২৫. বনবাস
২৬. জ্যোতিষ-শাস্ত্র
২৭. বৈজ্ঞানিক
২৮. মাতৃবৎসল
২৯. লুকোচুরি
৩০. দুঃখহারী
৩১. বিদায়
৩২. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
৩৩. সাত ভাই চম্পা
৩৪. নবীন অতিথি
৩৫. অস্তসখী
৩৬. হাসিরাশি
৩৭. পরিচয়
৩৮. বিচ্ছেদ
৩৯. উপহার
৪০. পাখির পালক
৪১. পূজার সাজ
৪২. মা-লক্ষ্মী
৪৩. কাগজের নৌকা
৪৪. শীত
৪৫. শীতের বিদায়
৪৬. ফুলের ইতিহাস
৪৭. আকুল আহ্বান
৪৮. পুরোনো বট
৪৯. আশীর্বাদ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন