নৌকাযাত্রা

রবীন্দ্রনাথ ঠাকুর

মধু মাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে , কারো কোনো কাজে লাগছে না তো , বোঝাই করা আছে কেবল পাটে । আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় আঁটি , পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা — মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে । আমি কেবল যাই একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার । তখন তুমি কেঁদো না মা , যেন বসে বসে একলা ঘরের কোণে — আমি তো মা , যাচ্ছি নেকো চলে রামের মতো চোদ্দ বছর বনে । আমি যাব রাজপুত্রু হয়ে নৌকো - ভরা সোনামানিক বয়ে , আশুকে আর শ্যামকে নেব সাথে , আমরা শুধু যাব মা তিন জনে । আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার । ভোরের বেলা দেব নৌকো ছেড়ে , দেখতে দেখতে কোথায় যাব ভেসে । দুপুরবেলা তুমি পুকুর - ঘাটে , আমরা তখন নতুন রাজার দেশে । পেরিয়ে যাব তির্‌পুর্নির ঘাট , পেরিয়ে যাব তেপান্তরের মাঠ , ফিরে আসতে সন্ধে হয়ে যাবে , গল্প বলব তোমার কোলে এসে । আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার । 

সকল অধ্যায়

১. জন্মকথা
২. খেলা
৩. খোকা
৪. ঘুমচোরা
৫. অপযশ
৬. বিচার
৭. চাতুরী
৮. নির্লিপ্ত
৯. কেন মধুর
১০. খোকার রাজ্য
১১. ভিতরে ও বাহিরে
১২. প্রশ্ন
১৩. সমব্যথী
১৪. বিচিত্র সাধ
১৫. মাস্টারবাবু
১৬. বিজ্ঞ
১৭. ব্যাকুল
১৮. ছোটোবড়ো
১৯. সমালোচক
২০. বীরপুরুষ
২১. রাজার বাড়ি
২২. মাঝি
২৩. নৌকাযাত্রা
২৪. ছুটির দিনে
২৫. বনবাস
২৬. জ্যোতিষ-শাস্ত্র
২৭. বৈজ্ঞানিক
২৮. মাতৃবৎসল
২৯. লুকোচুরি
৩০. দুঃখহারী
৩১. বিদায়
৩২. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
৩৩. সাত ভাই চম্পা
৩৪. নবীন অতিথি
৩৫. অস্তসখী
৩৬. হাসিরাশি
৩৭. পরিচয়
৩৮. বিচ্ছেদ
৩৯. উপহার
৪০. পাখির পালক
৪১. পূজার সাজ
৪২. মা-লক্ষ্মী
৪৩. কাগজের নৌকা
৪৪. শীত
৪৫. শীতের বিদায়
৪৬. ফুলের ইতিহাস
৪৭. আকুল আহ্বান
৪৮. পুরোনো বট
৪৯. আশীর্বাদ

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন