১২।৩ দ্বাদশ কাণ্ড : তৃতীয় অনুবাক

দিলীপ মুখোপাধ্যায়

তৃতীয় অনুবাক
প্রথম সূক্ত : স্বর্গৌদনঃ
[ঋষি : যম দেবতা : স্বর্গ, ওদন, অগ্নি ছন্দ : ত্রিষ্টুপ, জগতী, পংক্তি, বৃহতী, ধৃতি]

পুমা পুংসোহধি তিষ্ঠ চর্মেহি তত্রা হ্রয়স্ব যতমা প্রিয়া তে।। যাবন্তাবগ্রে প্রথমং সমেয়থুস্তদ বাং বয়ো যমরাজ্যে সমানম্ ॥১॥ তাবৎ বাং চক্ষুস্ততি বীর্যাণি তাবৎ তেজস্ততিধা বাজিনানি। অগ্নিঃ শরীরং সচতে যদৈঘোহধা পান্মিথুনা সং ভবাথঃ ॥২॥ সমস্মিংল্লোকে সমু দেবযানে সুং স্মা সমেতং যমরাজ্যে। পূতৌ পবিত্রৈরূপ তদধ্বয়েথাং যদ্যদ রেতো অধি বাং সম্বভূব ॥৩ ৷৷ আপপুত্ৰাসো অভি সং বিশধ্বমিমং জীবং জীবধন্যাঃ সমেত্য। তাসাং ভজধ্বমমৃতং যমাহুৰ্যমোদনং পচতি বাং জনিত্ৰী ॥৪॥ যং বাং পিতা পচতি যং চ মাতা বিন্নির্মুক্ত্যৈ শমলাচ্চ বাচঃ। স ওদনঃ শতধারঃ স্বর্গ উভে ব্যাপ নভসী মহিত্বা ॥৫॥ উভে নভসী উভয়াংশ্চ লোকান্ যে যজ্বনামভিজিতাঃ স্বর্গাঃ। তেষাং জ্যোতিষ্মন মধুমান যো অগ্রে তস্মিন। পুত্ৰৈৰ্জরসি সং শ্রয়েথাম ॥৬॥ প্রাচীং প্রাচীং প্রদিশমা রভেথামেতং লোকং শ্ৰদ্ধানাঃ সচন্তে। যৎ বাং পং পরিবিষ্টমগ্নেী তস্য গুপ্তয়ে দম্পতী সং শ্রয়েথাম ॥৭॥ দক্ষিণাং দিশমভি নক্ষমাণৌ পৰ্য্যাবর্তেথামভি পাত্ৰমেতৎ। তস্মিন্ বাং যমঃ পিতৃভিঃ সংবিদানঃ পক্কায় শৰ্ম বহুলং নি যচ্ছাৎ ॥ ৮৷৷ প্রতীচী দিশামিয়মিদ বরং যস্যাং সোমো অধিপা মৃড়িতা চ। তস্যাং শ্রয়েথাং সুকৃতঃ সচেথামধা পান্মিথুনা সং ভবাথঃ ॥৯॥ উত্তরং রাষ্ট্রং প্রজয়োত্তরাব দিশামুদীচী কৃণবন্নো অগ্র। পাক্তং ছন্দঃ পুরুষো বভূব বিশ্বৈবিশ্বাঙ্গৈঃ সহ সং ভবেম ॥১০৷৷ ধ্রুবেয়ং বিরামো অস্যৈ শিবা পুত্রেভ্য উত মহ্যমস্তু। সা নো দেবদিতে বিশ্ববার ইর্য ইব গোপা অভি রক্ষ পক্কম্ ॥১১৷৷ পিতেব পুত্রানভি সং স্বজস্ব নঃ শিবা নো বাতা ইহ বান্তু ভূমৌ। যমোদনং পচতো দেবতে ইহ তং নস্তপ উত সত্যং চ বেত্ত্ব ॥১২৷৷ যদ্যৎ কৃষ্ণঃ শকুন এহ গত্বাৎসর বিষক্তং বিল আসোদ। যদ্বা দাস্যাড্রহস্তা সমক্ত উখলং মুসলং শুম্ভতাপঃ ॥১৩৷৷ অয়ং গ্রাবা পৃথুবুধে বয়োধাঃ পূতঃ পবিত্রৈরপ হন্তু রক্ষঃ। আ রোহ চর্ম মহি শৰ্ম যচ্ছ মা দম্পতী পৌত্রমঘং নি গাতাম ॥১৪বনস্পতিঃ সহ দেবৈর্ন আগন্ রক্ষঃ পিশাচাঁ অপরাধমানঃ। স উচ্ছ্বয়াতৈ প্র বদাতি বাচং তেন লোকাঁ অভি সর্বান্ জয়েম ॥১৫সপ্ত মেধা পশবঃ পৰ্য্যগৃহুন য এষাং জ্যোতিষ্ম উত যশ্চকৰ্শ। ত্রয়স্ত্রিংশদ দেবতাস্তাৎসচন্তে স নঃ স্বৰ্গৰ্মভি নেষ লোকম ॥১৬৷৷ স্বর্গং লোকমুভি নো নয়াসি সং জায়য়া সহ পুত্রৈঃ স্যাম। গৃহূমি হস্তমনু মৈত্বত্র মা নস্তারীন্নিঋতিৰ্মো অরাতিঃ ॥১৭৷৷ গ্রাহিং পাম্মামতি তা অয়াম তমো ব্যস্য প্র বদাসি বন্তু। বানষ্পত্য উদ্যতো মা জিহিংসীমা লং বি শরীর্দের্বয়ম্ ॥১৮ বিশ্বব্যচা ঘৃতপৃষ্ঠো ভবিষ্যৎসযোনির্লোকমুপ যাহ্যেতম্। বর্ষবৃদ্ধমুপ যচ্ছ শূর্পং তুষং পলাবানপ তৎ বিন ॥১৯৷৷ এয়ো লোকাঃ সংমিতা ব্রাহ্মণেন দৌরেবাসৌ পৃথিব্যন্তরিক্ষ৷ অংশূন্ গৃভীত্বান্বারভেথামা প্যায়ন্তাং পুনরা যন্তু শূর্পম্ ॥২০ পৃথগ্রুপাণি বহুধা পশূনামেকরূপো ভবসি সং সমৃদ্ধ্যা। এং ত্বং লোহিনীং তাং নুদস্ব গ্রাবা শুম্ভাতি মলগ ইব বস্ত্রা ॥২১। পৃথিবীং ত্বা পৃথিব্যাম বেশয়ামি তনুঃ সমানী বিকৃতা ত এষা। যদ্যদ দত্তং লিখিতমর্পণেন তেন মা সুস্রোব্রহ্মণাপি তদবপামি ॥২২৷৷ জনিত্রীব প্রতি হর্ষাসি সূনুং সং ত্বা দমি পৃথিবীং পৃথিব্যা। উখা কুম্ভী বেদ্যাং মা ব্যথিষ্ঠা যজ্ঞায়ুধৈরাজ্যেনাতিষক্তা ॥২৩৷ অগ্নিঃ পচন রক্ষতু ত্বা পুরস্তাদিন্দ্রো রক্ষতু দক্ষতু দক্ষিণতো মরুত্বা। বরুণস্থা দৃংহাদ্ধরুণে প্রতীচ্যা উত্তরাৎ ত্বা সোমঃ সং দদাতৈ ॥২৪৷ পূতাঃ পবিত্রৈঃ পবন্তে অভ্রাদ দিবং চ যন্তি পৃথিবীং চ লোকা। তা জীবলা জীবধন্যাঃ প্রতিষ্ঠাঃ পাত্র আসিক্তাঃ পর্যাগ্নরিন্ধা ॥২৫৷ অ যন্তি দিবঃ পৃথিবীং সচন্তে ভূম্যাঃ সচন্তে অধ্যন্তরিক্ষম। শুদ্ধাঃ সতীস্তা উ শুম্ভন্ত এব তা নঃ স্বৰ্গমভি লোকং নয়ন্তু ॥ ২৬৷৷ উতেব প্রবীরুত সংমিতাস উত শুক্রাঃ শুচয়শ্চামৃতাস। তা ওদনং দম্পতিভ্যাং প্রশিষ্টা আপঃ শিক্ষীঃ পচতা সুনাথাঃ ॥২৭৷ সংখ্যাতা স্তোকাঃ পৃথিবী সচন্তে প্রাণাপানৈঃ সংমিতা ওষধীভিঃ। অসংখ্যাতা ওপ্যমানাঃ সুবর্ণাঃ সর্বং ব্যাপুঃ শূচয়ঃ শুচিত্বম্ ॥ ২৮৷ উদ্যোধ্যভি বন্ধন্তি তপ্তাঃ ফেনমস্যন্তি বহুলাংশ্চ বিন্দু। যোষেব দৃষ্টা পতিমৃত্বিয়ায়ৈতৈস্তলৈৰ্ভবতা সমাপঃ ॥২৯। উত্থাপয় সীতো বুধ এনানদ্ভিরাত্মানমভি সং শৃশন্তাম্। অমাসি পাত্রৈরুদকং যদেতন্মিতাস্তণ্ডুলাঃ প্রদিশো যদীমাঃ ॥৩০ প্র যচ্ছ পশুং ত্বরয়া হরৌষমহিংসন্ত ওষধীর্দান্ত পর্ব। যাসাং সোমং পরি রাজ্যং বভূবামুন্যতা নো বীরুঘো ভবন্তু ॥৩১। নবং বহিরোদনায় তৃণীত প্রিয়ং হৃদশ্চক্ষুষো বশ্বস্তু। তুস্মিন দেবাঃ সহ দৈবীর্বিশমিং প্রান্ততুভিনিষদ্য ॥৩২৷৷ বনস্পতে স্তীর্ণমা সীদ বৰ্হিরগ্নিষ্টোমৈঃ সংমিতো দেবতাভিঃ। ত্বষ্ট্রেব রূপং সুকৃতং স্বধিত্যৈনা এহাঃ পরি পাত্রে দদৃশ্রাম ॥৩৩। ষষ্ট্যাং শরৎসু নিধিপা অভীচ্ছাৎ স্বঃ পনোভ্যশ্নবাতৈ। উপৈনং জীবান্ পিতরশ্চ পুত্ৰা এতং স্বর্গং গময়ান্তমগ্নেঃ ॥৩৪৷ ধর্ত প্ৰিয়স্ব ধরুণে পৃথিব্যা অচ্যুতং ত্বা দেবতাশ্চ্যাবয়ন্তু। তং ত্বা দম্পতী জীবন্তৌ জীবপুত্ৰাবুদ বাসয়াতঃ পর্যগ্নিধানাৎ ॥৩৫সর্বাৎসমাগা অভিজিত্য লোকান্ যাবন্তঃ কামাঃ সমতীতৃপস্তা। বি গাহেথামাযবনং চ দর্বিরেকস্মিন্ পাত্রে অধ্যুদ্ধরৈনম্ ॥৩৬৷ উপস্থণীহি প্ৰথয় পুরস্তাদ ঘৃতেন পাত্রমভি ঘারয়ৈতৎ। বাশ্রেবোস্রা তরুণং স্তনসুমিমং দেবাসো অভিহিষ্কৃপোত ॥৩৭। উপাস্তরীরকয়রা লোকমেতমুরুঃ প্রথমসমঃ স্বর্গঃ। তস্মিং চুয়াতৈ মহিষঃ সুপর্ণো দেবা এনং দেবতাভ্যঃ প্র যচ্ছা ॥৩৮। যদ্যজ্জায়া পচতি ত্বৎ পরপরঃ পতিবা জায়ে ত্বৎ তিরঃ। সং তৎ সৃজেথা সহ বাং তদস্তু সম্পাদয়ন্তৌ সহ লোকমেকম্ ॥৩৯। যাবন্তো অস্যাঃ পৃথিবীং সচন্তে অম্মৎ পুত্রাঃ পরি যে সম্বভূবুঃ। সর্বাংস্তা উপ পাত্রে হুয়েথাং নাভিং জানানাঃ শিশবঃ সমায়া ॥৪০৷ বসোর‍্যা ধারা মধুনা প্রপীনা ঘৃতেন মিশ্রা অমৃতস্য নাভয়ঃ। সর্বাস্তা অব রুন্ধে স্বর্গঃ ষষ্ট্যাং শরৎসু নিধিপা অভীচ্ছাৎ ॥৪১। নিধিং নিধিপা অভ্যেনমিচ্ছাদনীশ্বরা অভিতঃ সন্তু যেহন্যে। অভির্দত্তো নিহিতঃ স্বর্গস্ত্রিভিঃ কাস্ত্রৈীস্বর্গানরুক্ষৎ ॥৪২। অগ্নী রক্ষস্তপতু যদ বিদেবং ক্ৰব্যাৎ পিশাচ ইহ মা প্র পাস্ত। নুদাম এনমপ রুধো অস্মাদিত্যা এমঙ্গিরসঃ সচন্তাম্ ॥৪৩৷৷ আদিত্যেভ্যো অঙ্গিবোভ্যো মধ্বিদং ঘৃতেন মিশ্রং প্রতি বেদয়ামি। শুদ্ধহস্তৌ ব্রাহ্মণস্যানিহত্যৈতং স্বর্গং সুকৃতাবপীতম্ ॥৪৪৷৷ ইদং প্রাপমুত্তমং কাণ্ডমস্য যম্মাল্লোকাৎ পরমেষ্ঠী সমাপ। আ সিঞ্চ সর্পিধৃতবৎ সমন্ধ্যে ভাগো অঙ্গিরসো নো অত্র ॥৪৫ সত্যায় চ তপসে দেবতাভ্যো নিধিং শেবধিং পরি দদ্ম এতম। মা নো দূতেব গান্মা সমিত্যাং মা প্যান্যম্মা উৎসৃজতা পুরা মৎ ॥৪৬অহং পচাম্যহং দদামি মমেদু কর্ম করুণেইধি জায়া। কৌমারো লোকো অজনিষ্ট পুত্রোহারভেথাং বয় উত্তরাবৎ ॥৪৭৷ ন কিষিমত্র নাথারো অস্তি ন যন্মিত্রৈঃ সমমমান এতি। অনূনং পাত্রং নিহিতং ন এতৎ পক্তারং পঃ পুনরা বিশাতি ॥৪৮ প্রিয়ং প্রিয়াণাং কৃণবাম তমস্তে যন্তু যতমে দ্বিষন্তি। ধেনুরনড়া বয়োবয় আযদেব পৌরুষেয়মপ মৃত্যুং নুদন্তু ॥ ৪৯৷৷ সমগ্নয়ো বিদুরন্যো অন্যং য ওষধীঃ সচতে যশ্চ সিন্ধু। যাবন্তো দেবা দিব্যাহতপন্তি হিরণ্যং জ্যোতিঃ পচত বভূব ॥৫০৷৷ এষা ত্বচাং পুরুষে সং বভূবনগ্নাঃ সর্বে পশবো যে অন্যে। ক্ষত্রেণাত্মানং পরি ধাপয়াথোমোতং বাসো মুখমোদনস্য ॥৫১৷৷ যদক্ষেষু বদা যৎ সমিত্যাং যদ্বা বদা অ নৃতং বিত্তকাম্য। সমানং তন্তুমভি সংবসানৌ তস্মিৎ সর্বং শমলং সাদয়াথঃ ॥৫২৷ বর্ষং বনুম্বাপি গচ্ছ দেবাংস্তুচো ধূমং পর্যুৎপাতয়াসি। বিশ্বব্যচা ঘৃতপৃষ্ঠো ভবিষ্যৎসযোনিলোকমুপ যাহ্যেতম্ ॥৫৩। তন্বং স্বর্গো বহুধা বি চক্রে যথা বিদ আত্মম্নন্যবর্ণাম। অপাজৈৎ কৃষ্ণাং রুশতীং পুনানো যা লোহিনী তাং তে অগ্নৌ জুহোমি ॥৫৪৷ প্রাচ্যৈ ত্বা দিশেহগুয়েইধিপতয়েহসিতায় রক্ষিত্র আদিত্যায়েযুমতে। এতং পরি দগ্নস্তং নো গোপায়োস্মাকমৈতোঃ। দিষ্টং নো অত্র জরসে নি নেষজ্জরা মৃত্যবে পরি গো দদাত্বথ পক্কেন সহ সং ভবেম ॥৫৫৷৷ দক্ষিণায়ৈ ত্বা দিশ ইন্দ্রায়াধিপতয়ে তিরশ্চিরাজয়ে রক্ষিত্রে যমায়েষুমতে। এতং পরি দস্তং নো গোপায়োস্মাকমৈতোঃ। দিষ্টং নো অত্র জরসে নি নেষজ্ঞরা মৃত্যবে পরি পো দদাত্বথ পৰ্কেন সহ সং ভবেম ॥৫৬৷৷ প্রতীচ্যৈ ত্বা দিশে বরুণায়াধিপতয়ে পৃদাকবে রক্ষিত্রেইন্নায়েমতে। এতং পরি দন্নস্তং নো গোপায়তাম্মাকমৈতোঃ। দিষ্টং নো অত্র জরসে নি নেষজ্জরা মৃত্যবে পরি পো। দদাত্বথ পৰ্কেন সহ সং ভবেম ॥৫৭ ৷৷ উদাচৈ স্বা দিশে সোমায়াধিপতয়ে স্বজায় রক্ষিত্রেহশন্যা ইমুমত্যৈ। এতং পরি দদ্মস্তং নো গোপায়তাস্মাকমৈততঃ। দিষ্টং নো অত্র জরসে নি নেজ্জরা মৃত্যবে পরিণো দদাত্বথ পৰ্কেন সহ সং ভবেম ॥৫৮বায়ৈ ত্বা দিশে বিষ্ণবেহধিপতয়ে কল্মষগ্রীবায় রক্ষিত্র ওষধীভ্য ইষমতভ্যঃ। এতং পরি দগ্নস্তং নো গোপায়োস্মাকমৈততঃ। দিষ্টং নো অত্র জরসে নি নেষজ্জরা মৃত্যবে পরি গো দদাত্বথ পৰ্কেন সহ সং ভবেম ॥৫৯৷ ঊর্ধ্বায়ৈ ত্বা দিশে বৃহস্পতয়েহধিপতয়ে শিত্রায় রক্ষিত্রে বর্ষায়েষুমতে। এতং পরি দস্তং নো গোপায়োস্মাকমৈততঃ। দিষ্টং নো অত্র জরসে নি নেজ্জরা মৃত্যবে পরি পো দদাত্বথ পৰ্কেন সহ সং ভবেম ॥৬০

বঙ্গানুবাদ –হে পুংস্তুবান্ (পুরুষ)! তুমি পশুচর্মে আরোহণ (অর্থাৎ উপবেশন) করো। পূর্বে যে দম্পতিগণ এমন করেছিলেন, তাদের মতো তোমাদেরও সুফল প্রাপ্তি ঘটুক। ওদনের প্রভাবের দ্বারা তোমরা উভয়ে একসাথে অবস্থান করো। তোমরা যজ্ঞের দ্বারা পবিত্ৰীকৃত হয়েছে। হে দম্পতি! তোমরা বীর্য রূপ জলের সন্তান। জলই ওদন পাক করে থাকে। সেই জলের অমৃতাংশকে তোমরা সেবন করো। তোমরা মধুময় লোকে সন্তানসম্পন্ন হয়ে বৃদ্ধাবস্থা পর্যন্ত অবস্থান করো। তোমাদের দ্বারা অগ্নিতে সমর্পিত ওদনকে রক্ষা করো। তোমরা দক্ষিণাবর্ত হয়ে পাপকে পরিক্রমণ, করো। এই দিকের অধিপতি যমরাজ তোমাদের কল্যাণ করুন। পশ্চিম দিকের অধিপতি সোমের অভিমুখে ওদন রক্ষা করলে তিনি শ্রেষ্ঠ ফল দান করবেন। প্রজাযুক্ত উত্তর দিক আমাদের শ্রেষ্ঠতা প্রদান করুক। এই অটল বিরাট পৃথিবী আমাদের সুখ প্রদান করুন, পুত্রগণের মঙ্গল করুন, পঙ্কিত ওদনকে রক্ষা করুন। হে ওদন! তুমি চর্মের উপর আগত হয়ে কল্যাণপ্রদ হও। তেত্রিশ দেবতার দ্বারা সেবনীয় এই ওদনের প্রভাবে এই দম্পতিকে যেন পাপ স্পর্শ করতে না পারে। এই ওদন আমাদের সর্বলোকের উপর বিজয়প্রাপ্ত করাবে।…হে ওদন! মুসলাঘাতে তোমার যে পীড়া হচ্ছে, তার দ্বারা তুমি তুষ হতে পৃথক হয়ে গিয়েছো,আমি এক্ষণে তোমাকে অগ্নিতে অর্পণ করছি। অগ্নি পাঁচনকর্মের দ্বারা তোমার রক্ষক হোন। ইন্দ্র, বরুণ, মরুৎ-বর্গ, সোম ইত্যাদি তোমাকে সর্ব দিক হতে রক্ষা করুন। হে জল! দম্পতির দ্বারা আনীত ওদনকে শোধন পূর্বক পঙ্কন করো।…হে ওদন! তুমি ধারক, এই হেতু তুমি ভূমির ধারক স্থানে প্রতিষ্ঠিত হও।…হে দম্পতি! মহিমাবান্ গমনশীল এই ওদন তোমাদের স্বর্গে স্থান প্রদান করবে। হে জায়া! তুমি এই ওদনকে পরুন (রন্ধন) করছে। তুমি যদি সংসার হতে পতির পূর্বেই গমন করো, তবে পরে স্বর্গে দুজনে মিলিত হবে। তোমরা দুজনে একই লোকে অবস্থান করো এবং এই ওদনও তোমাদের সাথে থাকুক।…অঙ্গিরাগণ ও আদিত্যবর্গের নিমিত্ত আমি এই ঘৃতযুক্ত ওদন প্রস্তুত করছি। ব্রাহ্মণের পবিত্র হস্তের স্পর্শ একে স্বর্গে উপনীত করুক।…আমরা আমাদের পত্নী, কুমারাবস্থা সম্পন্ন পুত্র ইত্যাদি সমভিব্যাহারে এই উত্তম যজ্ঞানুকে দান ইত্যাদি কর্মের নিমিত্ত পাক করছি।…হে যজমান! আমরা তোমার নিমিত্ত প্রিয় অপেক্ষাও প্রিয়তর কর্মানুষ্ঠান করছি। তোমার দ্বেষী পুরুষ নরকরূপ অন্ধকার লাভ করুক।…হে ওদন! তুমি ঘৃতযুক্ত হয়ে এই যজমানকে স্বর্গে প্রাপ্ত হও।…জরা অবস্থায় আমাদের মরণের পরও, এই সুপক্ক ওদনের সাথে স্বর্গে উপনীত হয়ে আনন্দ ভোগ করবো।..

সূক্তস্য বিনিয়োগঃ –পুমা পুংসোধি তিষ্ঠ চর্ম ইতি স্বগোদন বিষয়কং সূক্তং…ইত্যাদি। (১২কা, ৩অ. ১সূ.)। টীকা— উপযুক্ত স্বগৌদনবিষয়ক সূক্তে যম-নামক দ্রষ্টা-ঋষি কখনও ওদন আবার কখনও দম্পতিকে সম্বোধনের মাধ্যমে পৰু স্বগৌদনের প্রতাপ তথা তার প্রাপনীয় ফলসমূহের চিন্তা করেছেন। স্বর্গলোকে এই ওদনের দ্বারা পুত্র ইত্যাদির সাথে সমাগম হয়। স্বর্গোদনের দ্বারা ক্ৰব্যাদ, রাক্ষস, ও পিশাচগণের পরিহার বিষয়ে বলা হয়েছে। …স্বগোদন ষষ্টিবর্ষান্তর ফলপ্রদ হয়।…সাম্প্রদায়িক সোমযাগের বিধি অনুসার এই সূক্তের বিনিয়োগ কৌশিকসূত্রে (কৌ.৮/১-৪) দ্রষ্টব্য। এই প্রসঙ্গে বলা হয়েছে–অয়ং যঃ সৌত্রিকো বিনিয়োগস্তেন কতিপয়-মন্ত্রাণাং তাৎপর্যং সমীচীনং আবির্ভবতীত্যসংশয়ং।–ইত্যাদি। (১২কা. ৩অ. ১সূ.)।

সকল অধ্যায়

১. ০০. সম্পাদকের নিবেদন / ভূমিকা
২. ০১।১ প্রথম কাণ্ড : প্রথম অনুবাক
৩. ০১।২ প্রথম কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৪. ০১।৩ প্রথম কাণ্ড : তৃতীয় অনুবাক
৫. ০১।৪ প্রথম কাণ্ড : চতুর্থ অনুবাক
৬. ০১।৫ প্রথম কাণ্ড : পঞ্চম অনুবাক
৭. ০১।৬ প্রথম কাণ্ড : ষষ্ঠ অনুবাক
৮. ০২।১ দ্বিতীয় কাণ্ড : প্রথম অনুবাক
৯. ০২।২ দ্বিতীয় কাণ্ড : দ্বিতীয় অনুবাক
১০. ০২।৩ দ্বিতীয় কাণ্ড : তৃতীয় অনুবাক
১১. ০২।৪ দ্বিতীয় কাণ্ড : চতুর্থ অনুবাক
১২. ০২।৫ দ্বিতীয় কাণ্ড : পঞ্চম অনুবাক
১৩. ০২।৬ দ্বিতীয় কাণ্ড : ষষ্ঠ অনুবাক
১৪. ০৩।১ তৃতীয় কাণ্ড : প্রথম অনুবাক
১৫. ০৩।২ তৃতীয় কাণ্ড : দ্বিতীয় অনুবাক
১৬. ০৩।৩ তৃতীয় কাণ্ড : তৃতীয় অনুবাক
১৭. ০৩।৪ তৃতীয় কাণ্ড : চতুর্থ অনুবাক
১৮. ০৩।৫ তৃতীয় কাণ্ড : পঞ্চম অনুবাক
১৯. ০৩।৬ তৃতীয় কাণ্ড : ষষ্ঠ অনুবাক
২০. ০৪।১ চতুর্থ কাণ্ড : প্রথম অনুবাক
২১. ০৪।২ চতুর্থ কাণ্ড : দ্বিতীয় অনুবাক
২২. ০৪।৩ চতুর্থ কাণ্ড : তৃতীয় অনুবাক
২৩. ০৪।৪ চতুর্থ কাণ্ড : চতুর্থ অনুবাক
২৪. ০৪।৫ চতুর্থ কাণ্ড : পঞ্চম অনুবাক
২৫. ০৪।৬ চতুর্থ কাণ্ড : ষষ্ঠ অনুবাক
২৬. ০৪।৭ চতুর্থ কাণ্ড : সপ্তম অনুবাক
২৭. ০৪।৮ চতুর্থ কাণ্ড : অষ্টম অনুবাক
২৮. ০৫।১ পঞ্চম কাণ্ড : প্রথম অনুবাক
২৯. ০৫।২ পঞ্চম কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৩০. ০৫।৩ পঞ্চম কাণ্ড : তৃতীয় অনুবাক
৩১. ০৫।৪ পঞ্চম কাণ্ড : চতুর্থ অনুবাক
৩২. ০৫।৫ পঞ্চম কাণ্ড : পঞ্চম অনুবাক
৩৩. ০৫।৬ পঞ্চম কাণ্ড : ষষ্ঠ অনুবাক
৩৪. ০৬।০১ ষষ্ঠ কাণ্ড : প্রথম অনুবাক
৩৫. ০৬।০২ ষষ্ঠ কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৩৬. ০৬।০৩ ষষ্ঠ কাণ্ড : তৃতীয় অনুবাক
৩৭. ০৬।০৪ ষষ্ঠ কাণ্ড : চতুর্থ অনুবাক
৩৮. ০৬।০৫ ষষ্ঠ কাণ্ড : পঞ্চম অনুবাক
৩৯. ০৬।০৬ ষষ্ঠ কাণ্ড : ষষ্ঠ অনুবাক
৪০. ০৬।০৭ ষষ্ঠ কাণ্ড : সপ্তম অনুবাক
৪১. ০৬।০৮ ষষ্ঠ কাণ্ড : অষ্টম অনুবাক
৪২. ০৬।০৯ ষষ্ঠ কাণ্ড : নবম অনুবাক
৪৩. ০৬।১০ ষষ্ঠ কাণ্ড : দশম অনুবাক
৪৪. ০৬।১১ ষষ্ঠ কাণ্ড : একাদশ অনুবাক
৪৫. ০৬।১২ ষষ্ঠ কাণ্ড : দ্বাদশ অনুবাক
৪৬. ০৬।১৩ ষষ্ঠ কাণ্ড : ত্রয়োদশ অনুবাক
৪৭. ০৭।০১ সপ্তম কাণ্ড : প্রথম অনুবাক
৪৮. ০৭।০২ সপ্তম কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৪৯. ০৭।০৩ সপ্তম কাণ্ড : তৃতীয় অনুবাক
৫০. ০৭।০৪ সপ্তম কাণ্ড : চতুর্থ অনুবাক
৫১. ০৭।০৫ সপ্তম কাণ্ড : পঞ্চম অনুবাক
৫২. ০৭।০৬ সপ্তম কাণ্ড : ষষ্ঠ অনুবাক
৫৩. ০৭।০৭ সপ্তম কাণ্ড : সপ্তম অনুবাক
৫৪. ০৭।০৮ সপ্তম কাণ্ড : অষ্টম অনুবাক
৫৫. ০৭।০৯ সপ্তম কাণ্ড : নবম অনুবাক
৫৬. ০৭।১০ সপ্তম কাণ্ড : দশম অনুবাক
৫৭. ০৮।১ অষ্টম কাণ্ড : প্রথম অনুবাক
৫৮. ০৮।২ অষ্টম কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৫৯. ০৮।৩ অষ্টম কাণ্ড : তৃতীয় অনুবাক
৬০. ০৮।৪ অষ্টম কাণ্ড : চতুর্থ অনুবাক
৬১. ০৮।৫ অষ্টম কাণ্ড : পঞ্চম অনুবাক
৬২. ০৯।১ নবম কাণ্ড : প্রথম অনুবাক
৬৩. ০৯।২ নবম কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৬৪. ০৯।৩ নবম কাণ্ড : তৃতীয় অনুবাক
৬৫. ০৯।৪ নবম কাণ্ড : চতুর্থ অনুবাক
৬৬. ০৯।৫ নবম কাণ্ড : পঞ্চম অনুবাক
৬৭. ১০।১ দশম কাণ্ড : প্রথম অনুবাক
৬৮. ১০।২ দশম কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৬৯. ১০।৩ দশম কাণ্ড : তৃতীয় অনুবাক
৭০. ১০।৪ দশম কাণ্ড : চতুর্থ অনুবাক
৭১. ১০।৫ দশম কাণ্ড : পঞ্চম অনুবাক
৭২. ১১।১ একাদশ কাণ্ড : প্রথম অনুবাক
৭৩. ১১।২ একাদশ কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৭৪. ১১।৩ একাদশ কাণ্ড : তৃতীয় অনুবাক
৭৫. ১১।৪ একাদশ কাণ্ড : চতুর্থ অনুবাক
৭৬. ১১।৫ একাদশ কাণ্ড : পঞ্চম অনুবাক
৭৭. ১২।১ দ্বাদশ কাণ্ড : প্রথম অনুবাক
৭৮. ১২।২ দ্বাদশ কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৭৯. ১২।৩ দ্বাদশ কাণ্ড : তৃতীয় অনুবাক
৮০. ১২।৪ দ্বাদশ কাণ্ড : চতুর্থ অনুবাক
৮১. ১২।৫ দ্বাদশ কাণ্ড : পঞ্চম অনুবাক
৮২. ১৩।১ ত্রয়োদশ কাণ্ড : প্রথম অনুবাক
৮৩. ১৩।২ ত্রয়োদশ কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৮৪. ১৩।৩ ত্রয়োদশ কাণ্ড : তৃতীয় অনুবাক
৮৫. ১৩।৪ ত্রয়োদশ কাণ্ড : চতুর্থ অনুবাক
৮৬. ১৪।১ চতুর্দশ কাণ্ড : প্রথম অনুবাক
৮৭. ১৪।২ চতুর্দশ কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৮৮. ১৫।১ পঞ্চদশ কাণ্ড : প্রথম অনুবাক
৮৯. ১৫।২ পঞ্চদশ কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৯০. ১৬।১ ষোড়শ কাণ্ড : প্রথম অনুবাক
৯১. ১৬।২ ষোড়শ কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৯২. ১৭।১ সপ্তদশ কাণ্ড : প্রথম অনুবাক
৯৩. ১৮।১ অষ্টাদশ কাণ্ড : প্রথম অনুবাক
৯৪. ১৮।২ অষ্টাদশ কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৯৫. ১৮।৩ অষ্টাদশ কাণ্ড : তৃতীয় অনুবাক
৯৬. ১৮।৪ অষ্টাদশ কাণ্ড : চতুর্থ অনুবাক
৯৭. ১৯।১ ঊনবিংশ কাণ্ড : প্রথম অনুবাক
৯৮. ১৯।২ ঊনবিংশ কাণ্ড : দ্বিতীয় অনুবাক
৯৯. ১৯।৩ ঊনবিংশ কাণ্ড : তৃতীয় অনুবাক
১০০. ১৯।৪ ঊনবিংশ কাণ্ড : চতুর্থ অনুবাক
১০১. ১৯।৫ ঊনবিংশ কাণ্ড : পঞ্চম অনুবাক
১০২. ১৯।৬ ঊনবিংশ কাণ্ড : ষষ্ঠ অনুবাক
১০৩. ১৯।৭ ঊনবিংশ কাণ্ড : সপ্তম অনুবাক
১০৪. ২০।১ বিংশ কাণ্ড : প্রথম অনুবাক
১০৫. ২০।২ বিংশ কাণ্ড : দ্বিতীয় অনুবাক
১০৬. ২০।৩ বিংশ কাণ্ড : তৃতীয় অনুবাক
১০৭. ২০।৪ বিংশ কাণ্ড : চতুর্থ অনুবাক
১০৮. ২০।৫ বিংশ কাণ্ড : পঞ্চম অনুবাক
১০৯. ২০।৬ বিংশ কাণ্ড : ষষ্ঠ অনুবাক
১১০. ২০।৭ বিংশ কাণ্ড : সপ্তম অনুবাক
১১১. ২০।৮ বিংশ কাণ্ড : অষ্টম অনুবাক
১১২. ২০।৯ বিংশ কাণ্ড : নবম অনুবাক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন