পৃথিবী ব্রত

আশুতোষ মুখোপাধ্যায়

ব্রতকাল ও ব্রতচারিণী—পৃথিবী ব্রত করে চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ সংক্রান্তি পর্যন্ত রোজ। পাঁচ বৎসরে আরম্ভ করে নয় বৎসর বয়সে ব্রত উদযাপন করাই প্রশস্ত। তবে এ বিষয়ে খুব বাঁধাবাঁধি নেই। উদযাপনের সময় চাই সোনার পদ্মপাতা। ব্রাহ্মণভোজনের পর দক্ষিণার সঙ্গে ব্রাহ্মণ তা পেয়ে থাকেন। অভাবে দাম ধরে দিতে হয়।

ব্রত-অনুষ্ঠান: পিটুলি দিয়ে মাটিতে আঁকবে পদ্মের একটি ঝাড়; তার মাঝখানে থাকবে ফোটা শতদল পদ্ম। সেই ফোটা শতদল পদ্মের উপরে আঁকবে পৃথিবী—যেন পৃথিবীকে বসানো হয়েছে শতদলের উপর।

তারপর ছোটো শাঁখের মধ্যে, কিংবা ছোটো ছোটো বাটিতে মধু, দুধ, আর ঘি একসঙ্গে নিয়ে সেই আলপনার সুমুখে পূর্বমুখ কি উত্তরমুখ হয়ে হাঁটু গেড়ে বসে মন্ত্র পড়ে আলপনার উপর ঢেলে দেবে সে-সব। তিনবার মন্ত্র পড়ে তিনবার ঢালবে। কোথাও কোথাও মধু, দুধ, ঘি-এর বদলে দেয় ফুল আর দূর্বা। মন্ত্র:

এসো পৃথিবী বসো পদ্মে,
শঙ্খচক্র ধরি হস্তে।
খাওয়াব ক্ষীর মাখন ননী,
আমি যেন হই রাজার রানি।।

পৃথিবী ব্রত সমাপ্ত।

সকল অধ্যায়

১. ভাদ্র মাসের লক্ষ্মীপূজার কথা
২. কার্তিক মাসের লক্ষ্মীপূজার কথা
৩. পৌষ মাসের লক্ষ্মীপূজার কথা
৪. চৈত্র মাসের লক্ষ্মীপূজার কথা
৫. কোজাগরী লক্ষ্মীপূজার কথা
৬. ক্ষেত্র ব্রতকথা
৭. মঙ্গলচন্ডী
৮. বারোমেসে মঙ্গলচন্ডী
৯. হরিষ মঙ্গলচন্ডী
১০. জয় মঙ্গলবারের ব্রতকথা
১১. অগ্রহায়ণ মাসের কুলুই মঙ্গলবারের কথা
১২. সংকট মঙ্গলবারের কথা
১৩. সংকটার কথা
১৪. সুয়ো দুয়োর কথা
১৫. নাটাই ব্রতকথা
১৬. মঙ্গল সংক্রান্তির কথা
১৭. ষষ্ঠীর কথা
১৮. অরণ্য ষষ্ঠীর কথা
১৯. লোটন ষষ্ঠীর কথা
২০. চাপড়া ষষ্ঠীর কথা
২১. দুর্গা ষষ্ঠীর কথা
২২. মুলা ষষ্ঠীর কথা
২৩. পাটাই ষষ্ঠীর কথা
২৪. শীতল ষষ্ঠীর কথা
২৫. অশোক ষষ্ঠীর কথা
২৬. নীল ষষ্ঠীর কথা
২৭. মনসার কথা
২৮. ইতুর কথা
২৯. রালদুর্গার ব্রতকথা
৩০. মৌনী অমাবস্যার ব্রতকথা
৩১. জিতাষ্টমীর ব্রতকথা
৩২. বারমেসে অমাবস্যার কথা
৩৩. সাবিত্রী চতুর্দশী ব্রতকথা
৩৪. শিবব্রত
৩৫. পুণ্যি-পুকুর ব্রত
৩৬. দশ-পুত্তল ব্রত
৩৭. হরির চরণ ব্রত
৩৮. অশ্বত্থ পাতা ব্রত
৩৯. গো-কল ব্রত
৪০. পৃথিবী ব্রত
৪১. যমপুকুর ব্রত
৪২. যমপুকুর ব্রতকথা
৪৩. সেঁজুতি ব্রত
৪৪. তুঁষ-তুঁষুলি ব্রত
৪৫. এয়ো-সংক্রান্তি ব্রত
৪৬. গুপ্তধন ব্রত
৪৭. ষোলো-কলা ব্রত
৪৮. রূপ-হলুদ ব্রত
৪৯. অক্ষয়-সিঁদুর ব্রত
৫০. অক্ষয়-ফল ব্রত
৫১. অক্ষয়-কুমারী ব্রত
৫২. মধু-সংক্রান্তি ব্রত
৫৩. ফল-গছানো ব্রত
৫৪. নিত্য-সিঁদুর ব্রত
৫৫. নিৎ-সিঁদুর ব্রত
৫৬. নখছুটের ব্রত
৫৭. সন্ধ্যামণির ব্রত
৫৮. কলাছড়া ব্রত
৫৯. আদা-হলুদ ব্রত
৬০. অক্ষয়-ঘট ব্রত
৬১. সৌভাগ্য-চতুর্থী ব্রত
৬২. আদর-সিংহাসন ব্রত

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন