আশুতোষ মুখোপাধ্যায়
মঙ্গলচন্ডী ৯ প্রকার। ১ম বারোমেসে মঙ্গলচন্ডী, ২য় হরিষ মঙ্গলচন্ডী, ৩য় জয়মঙ্গলচন্ডী, ৪র্থ কুলুই মঙ্গলচন্ডী, ৫ম সংকট মঙ্গলচন্ডী ৬ষ্ঠ সংকটা, ৭ম সোদো, ৮ম নাটাইচন্ডী, ৯ম মঙ্গল সংক্রান্তি।
১. বারোমেসে মঙ্গলচন্ডী: প্রতি মঙ্গলবারে এই পূজা করিতে হয়।
২. হরিষ মঙ্গলচন্ডী: ইহা কেবল বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারে করিতে হয়।
৩. জয়মঙ্গলচন্ডী: ইহা কেবল জ্যৈষ্ঠ মাসে করিতে হয়।
৪. কুলুই মঙ্গলচন্ডী: ইহা কেবল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মঙ্গলবারে করিতে হয়।
৫. সংকট মঙ্গলচন্ডী: ইহা অগ্রহায়ণ বা মাঘ মাসের যে-কোনো মঙ্গলবারে করিতে হয়। ইহাকে উদ্ধারচন্ডীও বলে।
৬. সংকটা: সংকটে পড়িলে ইহা যে-কোনো শুক্রবারে করিতে হয়।
৭. সোদো: পৌষ মাসের সংক্রান্তির দিনে এই পূজা করিতে হয়।
৮. নাটাইচন্ডী: অগ্রহায়ণ মাসে প্রতি রবিবারে সায়াহ্নে এই পূজা করিতে হয়।
৯. মঙ্গল সংক্রান্তি: যে মাস ৩০ দিনে সেই মাসের সংক্রান্তি যদি মঙ্গলবারে এবং শুক্লপক্ষে হয় তবে তাহাকে মঙ্গল সংক্রান্তি বলে। ওই দিনে এই পূজা করিতে হয়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন