ফল-গছানো ব্রত

আশুতোষ মুখোপাধ্যায়

বিয়ের পর বছর চৈত্র-সংক্রান্তির দিন এই ব্রত নিতে হয়। চার বছর পর করতে হয় ব্রত উদযাপন।

প্রথম বছর চৈত্র-সংক্রান্তির দিন থেকে শুরু করে বৈশাখ সংক্রান্তি অবধি নিত্য নতুন এক একজন ব্রাহ্মণকে মিষ্টি, সুপুরি ও সাধ্যমত দক্ষিণা দিয়ে প্রণাম করতে হবে।

দ্বিতীয় বছর কলা, তৃতীয় বছর আম ও চতুর্থ বছর ডাব দিতে হবে, অর্থাৎ প্রতি বছরই করতে হবে ফলের পরিবর্তন।

চতুর্থ বছর চড়ক-সংক্রান্তির দিন চারজন ব্রাহ্মণকে পরিতৃপ্ত করে খাইয়ে ধুতি, উড়ুনি, ছাতা, লাঠি, গামছা, খড়ম, সোনা বা রুপোর আম, ডাব, সুপুরি, কলা, পাখা ও দক্ষিণা দিতে হবে। অভাবে শুধুমাত্র যাঁকে দিয়ে ব্রত গ্রহণ করা হয় তাঁকে রুপোর আম, ডাব, সুপুরি, ধুতি, উড়ুনি, ছাতা, পাখা ও একটি রুপোর টাকা দেওয়া চলে। যাঁর কাছ থেকে প্রথম ব্রত নেওয়া হয়, ব্রত সাঙ্গ হওয়ার আগে তাঁর মৃত্যু হলে তাঁরই বংশের যে-কোনো লোককে খাইয়ে তার হাতে ফল, বস্ত্র ও দক্ষিণা দিলেও চলে।

ব্রতকালের মধ্যে অশৌচ পড়লে অশৌচের শেষে একই দিনে ওই সময়ের ফল ইত্যাদি ব্রাহ্মণকে দেওয়া যাবে।

ফল-গছানো ব্রত সমাপ্ত।

সকল অধ্যায়

১. ভাদ্র মাসের লক্ষ্মীপূজার কথা
২. কার্তিক মাসের লক্ষ্মীপূজার কথা
৩. পৌষ মাসের লক্ষ্মীপূজার কথা
৪. চৈত্র মাসের লক্ষ্মীপূজার কথা
৫. কোজাগরী লক্ষ্মীপূজার কথা
৬. ক্ষেত্র ব্রতকথা
৭. মঙ্গলচন্ডী
৮. বারোমেসে মঙ্গলচন্ডী
৯. হরিষ মঙ্গলচন্ডী
১০. জয় মঙ্গলবারের ব্রতকথা
১১. অগ্রহায়ণ মাসের কুলুই মঙ্গলবারের কথা
১২. সংকট মঙ্গলবারের কথা
১৩. সংকটার কথা
১৪. সুয়ো দুয়োর কথা
১৫. নাটাই ব্রতকথা
১৬. মঙ্গল সংক্রান্তির কথা
১৭. ষষ্ঠীর কথা
১৮. অরণ্য ষষ্ঠীর কথা
১৯. লোটন ষষ্ঠীর কথা
২০. চাপড়া ষষ্ঠীর কথা
২১. দুর্গা ষষ্ঠীর কথা
২২. মুলা ষষ্ঠীর কথা
২৩. পাটাই ষষ্ঠীর কথা
২৪. শীতল ষষ্ঠীর কথা
২৫. অশোক ষষ্ঠীর কথা
২৬. নীল ষষ্ঠীর কথা
২৭. মনসার কথা
২৮. ইতুর কথা
২৯. রালদুর্গার ব্রতকথা
৩০. মৌনী অমাবস্যার ব্রতকথা
৩১. জিতাষ্টমীর ব্রতকথা
৩২. বারমেসে অমাবস্যার কথা
৩৩. সাবিত্রী চতুর্দশী ব্রতকথা
৩৪. শিবব্রত
৩৫. পুণ্যি-পুকুর ব্রত
৩৬. দশ-পুত্তল ব্রত
৩৭. হরির চরণ ব্রত
৩৮. অশ্বত্থ পাতা ব্রত
৩৯. গো-কল ব্রত
৪০. পৃথিবী ব্রত
৪১. যমপুকুর ব্রত
৪২. যমপুকুর ব্রতকথা
৪৩. সেঁজুতি ব্রত
৪৪. তুঁষ-তুঁষুলি ব্রত
৪৫. এয়ো-সংক্রান্তি ব্রত
৪৬. গুপ্তধন ব্রত
৪৭. ষোলো-কলা ব্রত
৪৮. রূপ-হলুদ ব্রত
৪৯. অক্ষয়-সিঁদুর ব্রত
৫০. অক্ষয়-ফল ব্রত
৫১. অক্ষয়-কুমারী ব্রত
৫২. মধু-সংক্রান্তি ব্রত
৫৩. ফল-গছানো ব্রত
৫৪. নিত্য-সিঁদুর ব্রত
৫৫. নিৎ-সিঁদুর ব্রত
৫৬. নখছুটের ব্রত
৫৭. সন্ধ্যামণির ব্রত
৫৮. কলাছড়া ব্রত
৫৯. আদা-হলুদ ব্রত
৬০. অক্ষয়-ঘট ব্রত
৬১. সৌভাগ্য-চতুর্থী ব্রত
৬২. আদর-সিংহাসন ব্রত

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন