আশুতোষ মুখোপাধ্যায়
এই ব্রত্যও চার বছর প্রতি চড়ক-সংক্রান্তি থেকে বৈশাখ-সংক্রান্তি অবধি করতে হয়। প্রতিবারই একজন এয়োকে চৈত্র-সংক্রান্তি থেকে বৈশাখ-সংক্রান্তি অবধি প্রত্যহ একমুঠো ধান ও ধনে, পাঁচখানি হলুদ, আদা এবং ছানার মিঠাই প্রত্যেকটি পাঁচটি করে, এবং পাঁচটি তামার পয়সা দিতে হবে। চতুর্থ বছর বৈশাখ-সংক্রান্তির দিন চারজন সধবাকে কড়, নোয়া, সিঁদুর-চুপড়ি, মাথাঘষা, আলতা, লাল পেড়ে শাড়ি দান করে তাদের পরিতৃপ্ত করে আহার করিয়ে দক্ষিণা দিতে হবে। যাকে দিয়ে প্রথম ব্রত নেওয়া হবে তাকে ওই সব ছাড়াও অতিরিক্ত রুপোর সিঁদুর কৌটা, সোনার নোয়া, চিরুনি, আরশি, পাখা, গামছা ও একটি রুপোর টাকা দিতে হবে।
আদা-হলুদ ব্রত সমাপ্ত।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন