তিলোত্তমাসম্ভব কাব্য – পরিশিষ্ট – দুরূহ শব্দ ও বাক্যাংশের ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্ত

পরিশিষ্ট
দুরূহ শব্দ ও বাক্যাংশের ব্যাখ্যা

সর্গ – পংক্তি
১ঃ ২ দেব-আত্মা—দেবতার আত্মবিশিষ্ট। “অস্ত‍্যুত্তরস্যাং দিশি দেবতাত্মা হিমালয়ো নাম নগাধিরাজৎ”—‘কুমারসম্ভব।’
১৮ মণিকুন্তলা—মণি শিরে যাহার; কুন্তল এখানে শির অর্থে।
১৯ শেখর—শিখর, চূড়া।
২৫ সর্ব্বনাশকারী—লয়ের দেবতা মহাদেব।
৩৬ শেষের—শেষ নাগের, অনন্ত নাগের।
৪০ স্থাণুর—শিবের।
১০৪ নগদল—হস্তিসমূহ (মধুসূদনের প্রয়োগ); নগজঙ্গল শুদ্ধ।
১০৬ মৃগাদন—ব্যাঘ্রবিশেষ, নেকড়ে বাঘ।
১১৩ জীবনতরঙ্গ—জলের ঢেউ।
১৪৪ পক্ষরাজ—পক্ষিরাজ।
১৯৮ রজঃকান্তি—রজতকান্তি; রজত অর্থে রজঃ মধুসূদন বহু স্থলে প্রয়োগ করিয়াছেন।
২০০ বিশদবসনা—শুভ্রবসনা।
৩২৩ রঞ্জনের—রক্ত চন্দনের।
৩৩৩ প্রফুল্লিত—প্রফুল্ল (মধুসূদনের প্রয়োগ)।
৩৪১ অনন্ত-যৌবনদেব—চিরযৌবনস্বরূপ দেব।
৩৮৫ কন্দলী—কদলী অথবা ছত্রক-বিশেষ।
৪৭১ শোভাঞ্জন—সজিনাগাছ।
৪৭২ বদরীইত্যাদি—ভগবান্ বেদব্যাসের আশ্রমের নাম বদরিকাশ্রম।
৪৮০ অশোক—বৈদেহি,হায়ইত্যাদি—সীতাদেবীকে রাবণ অশোকবনে রাখিয়াছিল।
৫২৬ নবীনামালিকা—নবমল্লিকা।
৫২৮ গন্ধ-মাদন—গন্ধমাদন পর্ব্বত; অথবা গন্ধবিশিষ্ট কীটবিশেষ।

২ঃ ১১১ Error creating subpage: তিলোত্তমাসম্ভব কাব্য (১৯৬১)/দ্বিতীয় সর্গ—কারণ—সৃষ্টির আদিশক্তি, তাহার তেজে। ১১৭ Error creating subpage: তিলোত্তমাসম্ভব কাব্য (১৯৬১)/দ্বিতীয় সর্গ—বিভায়; এরূপ প্রয়োগ ২য় সর্গের
৫৫৭ পংক্তিতেও আছে। ১৫৮ Error creating subpage: তিলোত্তমাসম্ভব কাব্য (১৯৬১)/দ্বিতীয় সর্গ—পক্ষি-কুলপতি।
২ঃ ২৫৩ Error creating subpage: তিলোত্তমাসম্ভব কাব্য (১৯৬১)/দ্বিতীয় সর্গ—বৃত্তাকারে, মালার ছড়ার মত।
৫১৫ Error creating subpage: তিলোত্তমাসম্ভব কাব্য (১৯৬১)/দ্বিতীয় সর্গ—চতুরঙ্গ, সৈন্য; ১ম সংস্করণে “চতুরঙ্গ” ছিল।
৫৪৫ Error creating subpage: তিলোত্তমাসম্ভব কাব্য (১৯৬১)/দ্বিতীয় সর্গ—দেবসেনা, কার্ত্তিকেয়ের পত্নী।

৩ঃ ১ তুরাসাহ—ইন্দ্র।
২ প্রচেতাঃ—বরুণ।
৩১ রম-উরসে—রমণীর বক্ষে।
৩৫ সদানন্দসম— মহাদেবের মত।
৪৪ অন্তরিত—অন্তর্নিহিত।
৪৯ অশনায়—ক্ষুধায়।
৫২ পরমত্তকারী—প্রমত্তকারী।
৬০ ব্রহ্মারনিসর্গধারী—ব্রহ্মার স্বভাববিশিষ্ট অর্থাৎ সত্ত্বগুণময়।
২২০ ধায়ে—ধাইয়া।
২৬১ কৃত্তিকাকুলবল্লভ—“বল্লভ” সন্তান অর্থে, কৃত্তিকাকুলবল্লভ—কার্তিকেয়।
২৭৭ বসু-পূর্ণাগার—ধনপুর্ণাগার। ২৭৯ মদন—বিভ্রমকারী। ৪৩৬ পুটে—পুটপাকে। ৪৭২ শ্বসন—বায়ু। ৬০০ পুষ্পলাবী—পুষ্পচয়নকারিণী, মালিনী।
৬০৪ রাগিলা—রঞ্জিত করিল।

৪ঃ ৪ জগদম্বে—জগন্মাতা, সরস্বতী অর্থে (সম্বোধনে)।
৯৭ দীদিবি—দীপ্তিসম্পন্ন।
৩৭০ স্বর—স্বর্গ।
৪০৭-৮ মধুমতীপুরী—মৌচাক।
৫৮৮ সুনাসীর—ইন্দ্র।
৬০৯ শুচি—অগ্নি।

অধ্যায় ৬ / ৬

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন