মলয় রায়চৌধুরী
দরোজায় লাথি মেরে বেহায়া চিৎকার তুলছি মাঝরাত্তিরে
যারই বাড়ি হোক এটা খুলতে হবেই নাতো ভেঙে ঢুকে যাব
সামলাও নিজস্ব স্ত্রীলোক বাঁদি সোনাদানা ইষ্টদেবতা
ফেরেবের কাগজপত্তর নথি আজ থেকে এ বাসা আমার
ভোর হলে রাস্তায় সমস্ত আসবাব ছুঁড়ে ফেলে দোব
শষ্যের গ্রীষ্মবর্ষা পাপোশের নারিকেল ছায়া পোশাকের মেঘলা দুপুর
গয়নার ভালোবাসা বাসনের দিনান্তের খিদে
সদর দরোজা দিয়ে ধাক্কা মেরে বের করে দোব
দখল করছি না আপাতত কেননা এখনও অনেক বাড়ি বাকি
৩ ভাদ্র ১৩৯২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন