মলয় রায়চৌধুরী
আক্রান্ত হবার জন্যে তৈরি হয়েই আছি এসো মারমুখি চামচিকে
জামাগেঞ্জি ছিঁড়ে দাও বাড়ির দেয়ালে বোমা মারো
রগে রিভলভার চেপে ভয় দেখাও হাজতে ঠেঙিয়ে জেরা করো
ধাবমান ট্রেন থেকে ঠেলে দাও আমাকে আটকাও মেরে ফ্যালো
আমি ভূকম্পনযন্ত্র আণবিক যুদ্ধ দেখব বলে বেঁচে আছি
নীল গর্দভের লিঙ্গ মানবের শুক্রজাত কাফ্রি খচ্চর ।
১৬ ভাদ্র ১৩৯২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন