রবীন্দ্রনাথ ঠাকুর
হে তটিনী, সে নগরে নাই কলস্বন
 তোমার কণ্ঠের মতো; উদার গগন,
 অলিখিত মহাশাস্ত্র, নীল পত্রগুলি
 দিক হতে দিগন্তরে নাহি রাখে খুলি;
 শান্ত স্নিগ্ধ বসুন্ধরা শ্যামল অঞ্জনে
 সত্যের স্বরূপখানি নির্মল নয়নে
 রাখে না নবীন করি— সেথায় কেবল
 একমাত্র আপনার অন্তর সম্বল
 অকূলের মাঝে। তাই ভীতশিশুপ্রায়
 হৃদয় চাহে না আজি লইতে বিদায়
 তোমা-সবাকার কাছে। তাই প্রাণপণে
 আঁকড়িয়া ধরিতেছে আর্ত আলিঙ্গনে
 নির্জনলক্ষ্মীরে। শুভশান্তিপত্র তব
 অন্তরে বাঁধিয়া দাও, কণ্ঠে পরি লব।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন