রবীন্দ্রনাথ ঠাকুর
সরল সরস স্নিগ্ধ তরুণ হৃদয়,
 কী গুণে তোমারে আমি করিয়াছি জয়
 তাই ভাবি মনে। উৎফুল্ল উত্তান চোখে
 চেয়ে আছ মুখপানে প্রীতির আলোকে
 আমারে উজ্জ্বল করি। তারুণ্য তোমার
 আপন লাবণ্যখানি লয়ে উপহার
 পরায় আমার কণ্ঠে, সাজায় আমারে
 আপন মনের মতো দেবতা-আকারে
 ভক্তির উন্নত লোকে প্রতিষ্ঠিত করি।
 সেথায় একাকী আমি সসংকোচে মরি।
 সেথা নিত্য ধূপে দীপে পূজা-উপচারে
 অচল আসন-’পরে কে রাখে আমারে?
 গেয়ে গেয়ে ফিরি পথে আমি শুধু কবি—
 নহি আমি ধ্রুবতারা, নহি আমি রবি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন