রবীন্দ্রনাথ ঠাকুর
যদিও বসন্ত গেছে তবু বারে বারে
 সাধ যায় বসন্তের গান গাহিবারে।
 সহসা পঞ্চম রাগ আপনি সে বাজে,
 তখনি থামাতে চাই শিহরিয়া লাজে।
 যত-না মধুর হোক মধুরসাবেশ
 যেখানে তাহার সীমা সেথা করো শেষ।
 যেখানে আপনি থামে যাক থেমে গীতি,
 তার পরে থাক্ তার পরিপূর্ণ স্মৃতি।
 পূর্ণতারে পূর্ণতর করিবারে, হায়,
 টানিয়া কোরো না ছিন্ন বৃথা দুরাশায়!
 নিঃশব্দে দিনের অন্তে আসে অন্ধকার,
 তেমনি হউক শেষ শেষ যা হবার।
 আসুক বিষাদভরা শান্ত সান্ত্বনায়
 মধুরমিলন-অন্তে সুন্দর বিদায়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন