রবীন্দ্রনাথ ঠাকুর
শ্যামল সুন্দর সৌম্য, হে অরণ্যভূমি,
 মানবের পুরাতন বাসগৃহ তুমি।
 নিশ্চল নির্জীব নহ সৌধের মতন—
 তোমার মুখশ্রীখানি নিত্যই নূতন
 প্রাণে প্রেমে ভাবে অর্থে সজীব সচল।
 তুমি দাও ছায়াখানি, দাও ফুল ফল,
 দাও বস্ত্র, দাও শয্যা, দাও স্বাধীনতা;
 নিশিদিন মর্মরিয়া কহ কত কথা
 অজানা ভাষার মন্ত্র; বিচিত্র সংগীতে
 গাও জাগরণগাথা; গভীর নিশীথে
 পাতি দাও নিস্তব্ধতা অঞ্চলের মতো
 জননীবক্ষের; বিচিত্র হিল্লোলে কত
 খেলা কর শিশুসনে; বৃদ্ধের সহিত
 কহ সনাতন বাণী বচন-অতীত।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন