কবিতা ১৩৪ 

ভাস্কর চক্রবর্তী

কবিতা ১৩৪

আমি দেখেছি ডানা ভাসিয়ে এগিয়ে আসছে মরুভূমি-
আমি দেখেছি বিষণ্ণ ট্রেন
আলো জ্বালিয়ে, ঝলমল, ছুটে যাচ্ছে জংশনের দিকে।
এবার যখন আবার ফিরে এলো ক্লান্তির দিন
তোমার অনুরোধে
আবার আমি চিঠি লিখতে শুরু করলাম তোমাকে।
-সেদিন, যখন চারিদিকে সন্ধে,
তোমার চিঠি আমি বিছানায় ছড়িয়ে পড়তে-পড়তে দেখি, আমার
ঘুম নামছে তোমার চিঠিপত্রের ওপর-
আমার ঘুমের ভেতরে
তুমি ঘুমিয়ে আছ, তোমার দিদিও ঘুমিয়ে আছে দেখি,
দেখি, আমার সমস্ত লেখালেখির ভেতর মৃত্যু তার ছায়া ফেলে দাঁড়িয়ে আছে।

সকল অধ্যায়

১. শীতকাল কবে আসবে সুপর্ণা 
২. ২০০২ 
৩. ১৯৭৪ 
৪. জিরাফের ভাষা ৪৮ 
৫. জিরাফের ভাষা ২৩ 
৬. চৌ-রাস্তায় দাঁড়িয়ে আমরা চারজন 
৭. কবিতা ১৩৪ 
৮. স্মৃতি 
৯. মুখ 
১০. শুধুমাত্র তোমাকে-৩ 
১১. তাপমাত্রা 
১২. ভিখারি 
১৩. মৃতসঞ্জীবনী 
১৪. মানুষ 
১৫. যে কবিতাটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম 
১৬. আরেকটি প্রেমের কবিতা 
১৭. দূরের টেবিল 
১৮. প্রতিবহন 
১৯. সোনার চাঁদ 
২০. প্রার্থনা ১ 
২১. আঁধার বিষয়ে 
২২. উৎস
২৩. জিজি 
২৪. আমার কবিতা
২৫. তবু কোনোদিন
২৬. প্রেমিকেরা প্রেমিকারা
২৭. নীল সাপের মতো
২৮. শীত
২৯. শিরোনামহীন
৩০. আনন্দ
৩১. প্রেম
৩২. বাদামী রঙের কবিতা
৩৩. ভূমিকাহীন
৩৪. যদি ভালোবাসা থাকে
৩৫. আঠাশে মে, আমার জীবনের
৩৬. মুহূর্তমালা
৩৭. বন্ধুত্ব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন