যে কবিতাটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম 

ভাস্কর চক্রবর্তী

যে কবিতাটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম

সন্ধেবেলার ডানায় এখন সাদা তিনফোঁটা বৃষ্টিবিন্দু।
সুর নেই, তবু দু-একটা গানে গলা মেলাচ্ছে ছেলেরা মেয়েরা।
নভেম্বরের রাত্রিতে এক মাতাল ভিজছে
চোদ্দ বছর কাটিয়ে দিলাম আত্মহত্যা করিনি।

তোমার বাড়ির রাস্তা আমাকে খুঁজে পেতে হবে। ভেবেছি কতই।
আজ চেয়ে দেখি, ছোট্ট পাখির ঠোঁট ছুঁয়ে সেই রাস্তা গিয়েছে।
বই-খাতা সব ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে
স্বপ্নে দেখেছি গতকাল, তুমি আমাকেই ভালোবাসছ।

রেডিয়ো এখন খেলনাবাক্স প্রচারগাড়ির সামনে আসুন।
উড়তে থাকুন দূর মহাকাশে ভাসতে থাকুন মেঘে মেঘে একা।
দিদিরা ভায়েরা, এ সপ্তাহের নতুন ঘোষণাঃ
নগদ অথবা সহজ কিস্তি ভালোবাসা এক মিনিটে।

বেরিয়ে পড়েছি সকালবেলায় কলকাতাটাকে কিনে নেবো আমি।
কিনে নেব দিন রাত্রি কিনবো চিন্তাভাবনা পাঠাব দিল্লি।
সামান্য এক ইঞ্চিতে সব ধূলিসাৎ হয়
বাবা ভোলানাথ মারুক। কাটুক। বাড়ি আর ফিরে যাব না।

সকল অধ্যায়

১. শীতকাল কবে আসবে সুপর্ণা 
২. ২০০২ 
৩. ১৯৭৪ 
৪. জিরাফের ভাষা ৪৮ 
৫. জিরাফের ভাষা ২৩ 
৬. চৌ-রাস্তায় দাঁড়িয়ে আমরা চারজন 
৭. কবিতা ১৩৪ 
৮. স্মৃতি 
৯. মুখ 
১০. শুধুমাত্র তোমাকে-৩ 
১১. তাপমাত্রা 
১২. ভিখারি 
১৩. মৃতসঞ্জীবনী 
১৪. মানুষ 
১৫. যে কবিতাটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম 
১৬. আরেকটি প্রেমের কবিতা 
১৭. দূরের টেবিল 
১৮. প্রতিবহন 
১৯. সোনার চাঁদ 
২০. প্রার্থনা ১ 
২১. আঁধার বিষয়ে 
২২. উৎস
২৩. জিজি 
২৪. আমার কবিতা
২৫. তবু কোনোদিন
২৬. প্রেমিকেরা প্রেমিকারা
২৭. নীল সাপের মতো
২৮. শীত
২৯. শিরোনামহীন
৩০. আনন্দ
৩১. প্রেম
৩২. বাদামী রঙের কবিতা
৩৩. ভূমিকাহীন
৩৪. যদি ভালোবাসা থাকে
৩৫. আঠাশে মে, আমার জীবনের
৩৬. মুহূর্তমালা
৩৭. বন্ধুত্ব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন