ভাস্কর চক্রবর্তী
উৎস
কেউ-কেউ হারিয়ে যেতে চায়, চিঠি লেখে দুটো-একটা, হারিয়ে যায়।
নৌকাগুলো দুলতে-দুলতে ফিরে আসে—
গাছের নিচে আমরা বসে থাকি— তবু নিভতে চায় না আগুন।
কতোরঙের ফুল সকালবেলা বিকেলবেলা ছাদের টবে ফুটে ওঠে।
কথাটা, কথাটা তো সত্যি
ওদের নিয়ে আমাদের আর তেমন কোনো মাথাব্যথা নেই।
দু-চারজন মানুষ, বলা-কওয়া নেই, কীরকম সটকে পড়ে হঠাৎ।
এলিজি লিখতে বসে আমরা চেয়ে দেখি :
কিছু নতুন মুখ
আমাদের জামার হাতা ধরে টানে— আর, কী মনখুশ হাসি ফোটায়।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন