ভিখারি 

ভাস্কর চক্রবর্তী

ভিখারি 

মুখের চামড়া টান , লোকে বলে – ‘গম্ভীর মানুষ, একলা ঘরের কোণে থাকে’-
কিসের গাম্ভীর্য? আহা, দুতিনটে কবিতা লিখি বলে?
তুমি জানো, আমি শালা ভিখারির চেয়েও ভিখারি
সিঁড়ির তলায় জুতো ছেড়ে
তোমার নিরালা ঘরে উঠে যাই, নেমে আসি – মাঝখানে তুমি
চায়ের বাজার নিয়ে কথা বলো, কথা বলো এ-বছর কোথায় বা বেশী বৃষ্টিপাত
কোনো কোনো দিন হেসে চোখটা ওপরে তুলে, ‘আরে তুমি? এসো এসো
সেই কবে এসেছো সাতাশে’-
আমি দেখি চেয়ে , বোর্নভিটা তোমাকে যত পুষ্টতা দিয়েছে
মুখরা করেছে তারও বেশী –

সকাল নটায় তবু টেলিফোন দেখলেই বুকের ভেতরে হাঁস ছটফট করে
কচি ছাগলের মত রোদ নাচে ছাদের কার্নিশে –
সব কি মাটিতে যাবে?
একবার এই জন্ম – ছুটে যাই, তুমি জানো ছুটবোই আমি
যেখানে তোমার ছায়া বসবোই হাঁটু ভাঁজ করে
আমি ইঁট, আমি কাঠ – চুন বালি অথবা খড়কে কাঠি আমি
তুমি জানো, আমি শালা ভিখারির চেয়েও ভিখারি
বোকার মতন আজও হেসে
তোমার নিরালা ঘরে উঠে যাই, নেমে আসি, লোকে বলে – ‘গম্ভীর মানুষ
একলা ঘরের কোণে থাকে’

সকল অধ্যায়

১. শীতকাল কবে আসবে সুপর্ণা 
২. ২০০২ 
৩. ১৯৭৪ 
৪. জিরাফের ভাষা ৪৮ 
৫. জিরাফের ভাষা ২৩ 
৬. চৌ-রাস্তায় দাঁড়িয়ে আমরা চারজন 
৭. কবিতা ১৩৪ 
৮. স্মৃতি 
৯. মুখ 
১০. শুধুমাত্র তোমাকে-৩ 
১১. তাপমাত্রা 
১২. ভিখারি 
১৩. মৃতসঞ্জীবনী 
১৪. মানুষ 
১৫. যে কবিতাটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম 
১৬. আরেকটি প্রেমের কবিতা 
১৭. দূরের টেবিল 
১৮. প্রতিবহন 
১৯. সোনার চাঁদ 
২০. প্রার্থনা ১ 
২১. আঁধার বিষয়ে 
২২. উৎস
২৩. জিজি 
২৪. আমার কবিতা
২৫. তবু কোনোদিন
২৬. প্রেমিকেরা প্রেমিকারা
২৭. নীল সাপের মতো
২৮. শীত
২৯. শিরোনামহীন
৩০. আনন্দ
৩১. প্রেম
৩২. বাদামী রঙের কবিতা
৩৩. ভূমিকাহীন
৩৪. যদি ভালোবাসা থাকে
৩৫. আঠাশে মে, আমার জীবনের
৩৬. মুহূর্তমালা
৩৭. বন্ধুত্ব

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন