রবীন্দ্রনাথ ঠাকুর
কালাংড়া
আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা
তব নবপ্রভাতের নবীনশিশির‐ঢালা।
শরমে জড়িত কত‐না গোলাপ
কত‐না গরবী করবী
কত‐না কুসুম ফুটেছে তোমার
মালঞ্চ করি আলা!
আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা।
অমল শরতশীতল সমীর
বহিছে তোমার কেশে,
কিশোর অরুণ‐কিরণ তোমার
অধরে পড়েছে এসে।
অঞ্চল হতে বনপথে ফুল
যেতেছে পড়িয়া ঝরিয়া,
অনেক কুন্দ অনেক শেফালি
ভরেছে তোমার ডালা।
আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা।
নাগর নদী
১০ আশ্বিন ১৩০৪
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন