মার্জনা

রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো    প্রিয়তম, আমি তোমারে যে ভালোবেসেছি
  মোরে    দয়া করে কোরো মার্জনা কোরো মার্জনা।
ভীরু     পাখির মতন তব পিঞ্জরে এসেছি,
  ওগো,    তাই বলে দ্বার কোরো না রুদ্ধ কোরো না।
মোর    যাহা‐কিছু ছিল কিছুই পারি নি রাখিতে,
মোর    উতলা হৃদয় তিলেক পারি নি ঢাকিতে,
সখা,    তুমি রাখো ঢাকো, তুমি করো মোরে করুণা—
ওগো,   আপনার গুণে অবলারে কোরো মার্জনা কোরো মার্জনা।


ওগো    প্রিয়তম, যদি নাহি পার ভালোবাসিতে
  তবু     ভালোবাসা কোরো মার্জনা কোরো মার্জনা।
তব     দুটি আঁখিকোণ ভরি দুটি‐কণা হাসিতে
  এই      অসহায়া‐পানে চেয়ো না বন্ধু, চেয়ো না।
আমি    সম্বরি বাস ফিরে যাব দ্রুতচরণে,
আমি    চকিত শরমে লুকাব আঁধার মরণে,
আমি    দু‐হাতে ঢাকিব নগ্নহৃদয়বেদনা—
ওগো    প্রিয়তম, তুমি অভাগীরে কোরো মার্জনা কোরো মার্জনা।


ওগো    প্রিয়তম, যদি চাহ মোরে ভালোবাসিয়া
  মোর      সুখরাশি কোরো মার্জনা কোরো মার্জনা।
যবে     সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া
  তুমি       দূর হতে বসি হেসো না গো সখা, হেসো না!
যবে     রানীর মতন বসিব রতন‐আসনে,
যবে     বাঁধিব তোমারে নিবিড়প্রণয়শাসনে,
যবে     দেবীর মতন পুরাব তোমার বাসনা,
ওগো     তখন হে নাথ, গরবীরে কোরো মার্জনা কোরো মার্জনা।


বোলপুর
৮ জ্যৈষ্ঠ, ১৩০৪

সকল অধ্যায়

১. দুঃসময়
২. বর্ষামঙ্গল
৩. চৌরপঞ্চাশিকা
৪. স্বপ্ন
৫. মদনভস্মের পূর্বে
৬. মদনভস্মের পর
৭. মার্জনা
৮. চৈত্ররজনী
৯. স্পর্ধা
১০. পিয়াসী
১১. পসারিনী
১২. ভ্রষ্ট লগ্ন
১৩. প্রণয়প্রশ্ন
১৪. আশা
১৫. বঙ্গলক্ষ্মী
১৬. শরত্‍‌
১৭. মাতার আহ্বান
১৮. ভিক্ষায়াং নৈব নৈব চ
১৯. হতভাগ্যের গান
২০. জুতা-আবিষ্কার
২১. সে আমার জননী রে
২২. জগদীশচন্দ্র বসু
২৩. ভিখারি
২৪. যাচনা
২৫. বিদায়
২৬. লীলা
২৭. নববিরহ
২৮. লজ্জিতা
২৯. কাল্পনিক
৩০. মানসপ্রতিমা
৩১. সংকোচ
৩২. প্রার্থী
৩৩. সকরুণা
৩৪. বিবাহমঙ্গল
৩৫. ভারতলক্ষ্মী
৩৬. প্রকাশ
৩৭. উন্নতিলক্ষণ
৩৮. অশেষ
৩৯. বিদায়
৪০. বর্ষশেষ
৪১. ঝড়ের দিনে
৪২. অসময়
৪৩. বসন্ত
৪৪. ভগ্ন মন্দির
৪৫. বৈশাখ
৪৬. রাত্রি
৪৭. অনবচ্ছিন্ন আমি
৪৮. জন্মদিনের গান
৪৯. পূর্ণকাম
৫০. পরিণাম
৫১. কৃতঘ্ন শোক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন