আমার ভালবাসা

দাউদ হায়দার

(বিষ্ণু দে; শ্রদ্ধাস্পদেষু)

আমার উজ্জ্বল ভালবাসায় অবশেষে আপনাকেই জড়িয়েছি।
চৈতন্যের নির্জন প্রকোষ্ঠে যখন নিহত মানুষের ঘণ্টাধ্বনি বাজে –
পুনর্বার ফিরে যাই আপনার কবিতায়। কি পেয়েছি
বলতে চান? গোল চাঁদের স্নিগ্ধতায় বৃক্ষের সজীবতায় নক্ষত্রের নিপুণ
কারুকাজে
আমার ব্যাকুল যৌবন বাধা পড়েছে; য্যানো মধ্যরাতে রাজার দুলালী তার
সমস্ত অন্তর্বাস খুলে দেয়–দাঁড়ায় শস্যহীন দগ্ধপ্রান্তরে!
কুয়াশার পাংশুপটে যে বালক মিশে গেছে; তাকে আমার
কুশল বলিনি কখনো। নষ্ট মৃত্তিকার সোণামণি; যার শরীরে
বারুদের প্রবল ঘ্ৰাণ পাওয়া যাবে; তাকেও ভালবাসা আশীর্বাদ
দেইনি। সম্পন্ন প্রেমিকের মতো সকল অস্থিরতা পলাতক। ভীষণ আঁধারে
নীলাভ বাহু, নেচেছে দিনরাত। কোথাও পারিনি যেতে। সম্রাটের নিখাদ
আত্মহত্যা অর্থাৎ আমাকে দিয়েছে প্রাণ। সন্ন্যাসীর মতো ঘরে বসে তারে
আমি খুঁজি; খুঁজি এখানে ওখানে; মানুষের সরলতা শান্তি প্রেম
মমতা অপার বিশ্বাসে
পাওয়া যাবে? আমিতো সঠিক পেয়েছি আমার আত্মীয়ের হৃদয়ে!

বিশাল বিষাদ নেই; য্যানো এক মহান প্রেমিক আমাদের আশেপাশে
ঘুরছেন অলৌকিক ক্রাচে-নিজস্ব ভঙ্গিতে। বিষণ্ণ প্রাঙ্গণ এখন হয়ে
যাচ্ছে সবুজ শ্যামল–শ্যামলতায় ঢাকছে গৃহাঙ্গন; হলদে তজনী খেলে
বুকের নিভাঁজ অঙ্গনে। আমার লোকালয় বহুদূরে; শহরতলীর শেষ
প্রান্তে। তব, আমি বৃষ্টির মতোন সঙ্গীহীন চলে আসি; ফেলে
আসি বিধ্বস্ত জনপদ। হাঁটতে হাঁটতে মনে হয়; এইতো বেশ
চলেছেন আজীবন সঙ্গী আমার! মাঝে মাঝে বড় বেশী খেয়ালী;
বুঝি তাই
টেনে নেই বূকের গভীরে। আমার ভালবাসা
শুধুমাত্র স্মৃতি সত্তায় নয়; সমগ্র নিবিড়তায়। এখন যেখানেই যাই
সঙ্গে যায় মহান প্রেমিক–তাকে বলি “তুমিই আমার জীবন; তুমিই
আমার আশা”

২৫/৩/৭২

সকল অধ্যায়

১. জন্মই আমার আজন্ম পাপ
২. জর্ণাল : স্মৃতিচিত্র
৩. আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
৪. চলে এলুম
৫. আলোর গভীরে
৬. আমি তো প্রেমিক নই
৭. নিজস্ব মানুষ
৮. একটি বালক
৯. কার জন্যে ভালবাসা
১০. বাংলাদেশ
১১. তুমিই আমার প্রেমিকা
১২. স্বদেশ, তোমার মুখ
১৩. প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
১৪. মিছিলে তোমার মুখ
১৫. মায়ের চোখে
১৬. প্রেম
১৭. তোমার ছায়া
১৮. অলৌকিক বিকেল
১৯. একটি নিষিদ্ধ কবিতা
২০. তুমি আমার কবিতা পড়োনা
২১. না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
২২. আমরা যেন খাঁচায় পোষা পাখী
২৩. আমার ভালবাসা
২৪. একটি ভালবাসার মুখ
২৫. একদিন কেউ কাউকে চিনবে না
২৬. নিরপরাধ বৃক্ষমূল
২৭. অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
২৮. একলা হাতে
২৯. হেলেনের মতো চুম্বন
৩০. ভালোবাসার বাগান থেকে
৩১. আমার পিতাকে
৩২. আমিও শহীদ হয়ে যাবো
৩৩. স্বগত কবিতাগুচ্ছ/১
৩৪. অন্তর্গত উজ্জ্বল বিষাদ
৩৫. আমার স্ত্রীর প্রতি
৩৬. একটি যথার্থ ভালবাসা
৩৭. জেব্রা ক্রসিং-এ
৩৮. চাঁদের ভেতরে একজন
৩৯. নগ্নতাই আমার সৌন্দৰ্য
৪০. মধ্যরাতে রূপোলী চাঁদ
৪১. খেলা
৪২. আমি ভাল আছি, তোমরা?
৪৩. ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
৪৪. একদিন আমারো প্রেমিকা ছিলো
৪৫. আমাদের সফলতা, মৃত্যু
৪৬. কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন