প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে

দাউদ হায়দার

রাস্তায় গাঢ় দিন হেঁটে যায়। মধ্যরাত
তোমার নিবাসে; সমুদ্র উধাও; দুই হাত
বিজয়িনীর স্বর্ণ মাখা। ভালবাসার নাম
কোথায়? বিভিন্ন সবর আমার মধ্যে। দাম
সব জিনিসের। পলাতক প্রত্যেকে। বাজারে আগুন।
আমি নিঃস্ব। চৌদিকে ঝড়; ঝড়ের খেলায় খুন
হয় ঘরবাড়ি। কোথায় যাবো প্রাক্তন বন্ধুরা?

হাঁটুজল ভাঙতে অভ্যস্ত; বাসে বাদুড় হই; যারা
ভেঁঙচি কাটে; রক্ত তাদের ভিন্নমুখী। এখানে বাঁচার
অর্থ কি? সঠিক সংজ্ঞাটা দিতে পারেন থিবির রাজার
স্ত্রী। এখনো বালক; উপলদ্ধি যদিও প্রখর নয়—

লোকে বলে। তব, আমি অন্ধকার করিনা ব্যবসা। সময়
উর্ধ্বমুখী। পত্র আজ ছিন্ন; ছেলে মেয়ে উপোস যায়।
মাঝে মাঝে ভরসা পাই; হকার হাঁকে রাস্তায়
দৈনিকের হেডলাইন। ঘরে শুয়ে দেখি রোজ
আকাশে নক্ষত্র; ডালপালাহীন তরুরাজি। খোঁজ
নেই আমার হপ্তাখানেক। যুদ্ধ চলে পেটের নিবাসে।

দিন সব বাঘের মতো। রাত্রি; দুঃখ নিয়ে আসে
ঈশ্বর প্রচন্ড ক্ষমতাবান জানি; তব, আমাদের এই পাপ
হয়না কেন স্খলন? এসবের মালিক কে? কে করেন মাফ?

বুঝি দরিদ্র? মধ্যরাতে সজাগ হয় চিন্তা; দুঃখ হানা দেয় আমার নিবাসে
বস্ত্রহীন ছেলে মেয়ে; দ্রব্যমুল্যের বৃদ্ধির খবর আসে
আমার কাছে; তাহলে কিসের স্বাধীন?
মৃত্যু অনিবার্য; এমনিই কাছে আমাদের দিন।

২৭/৪/৭২

সকল অধ্যায়

১. জন্মই আমার আজন্ম পাপ
২. জর্ণাল : স্মৃতিচিত্র
৩. আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
৪. চলে এলুম
৫. আলোর গভীরে
৬. আমি তো প্রেমিক নই
৭. নিজস্ব মানুষ
৮. একটি বালক
৯. কার জন্যে ভালবাসা
১০. বাংলাদেশ
১১. তুমিই আমার প্রেমিকা
১২. স্বদেশ, তোমার মুখ
১৩. প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
১৪. মিছিলে তোমার মুখ
১৫. মায়ের চোখে
১৬. প্রেম
১৭. তোমার ছায়া
১৮. অলৌকিক বিকেল
১৯. একটি নিষিদ্ধ কবিতা
২০. তুমি আমার কবিতা পড়োনা
২১. না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
২২. আমরা যেন খাঁচায় পোষা পাখী
২৩. আমার ভালবাসা
২৪. একটি ভালবাসার মুখ
২৫. একদিন কেউ কাউকে চিনবে না
২৬. নিরপরাধ বৃক্ষমূল
২৭. অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
২৮. একলা হাতে
২৯. হেলেনের মতো চুম্বন
৩০. ভালোবাসার বাগান থেকে
৩১. আমার পিতাকে
৩২. আমিও শহীদ হয়ে যাবো
৩৩. স্বগত কবিতাগুচ্ছ/১
৩৪. অন্তর্গত উজ্জ্বল বিষাদ
৩৫. আমার স্ত্রীর প্রতি
৩৬. একটি যথার্থ ভালবাসা
৩৭. জেব্রা ক্রসিং-এ
৩৮. চাঁদের ভেতরে একজন
৩৯. নগ্নতাই আমার সৌন্দৰ্য
৪০. মধ্যরাতে রূপোলী চাঁদ
৪১. খেলা
৪২. আমি ভাল আছি, তোমরা?
৪৩. ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
৪৪. একদিন আমারো প্রেমিকা ছিলো
৪৫. আমাদের সফলতা, মৃত্যু
৪৬. কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন