কার জন্যে ভালবাসা

দাউদ হায়দার

(রাশিদুল হাসান ও আনোয়ার পাশাকে)

এ বৈশাখে আমি কার জন্যে ভালবাসা রেখে যাবো?
সম্পূর্ণ ধ্বংসের ভিতর থেকে বিশাল ক্ষত এবং দুঃখ নিয়ে সবেমাত্র
বেরিয়ে এসেছি
আমার পেছনে আসছে বেলোয়ারী ঝড়; ভয়াবহ সোনালী বন্যার হাত ধরে

আমি কার জন্যে ভালবাসা রেখে যাবো?
আমার চৌদিকে একদা যে শিল্পসম্মত মানুষগুলো ঘুরতো সর্বদা
ঝলমলে আলোয় হাসি খুশি মুখ রাখতো পরম বিশ্বাসে
হাওয়ায় ফলে তোলা রুমাল উড়িয়ে চলে যেতো দূরে শহরে
গল্প করতো নিসর্গের সবুজ পার্কে; ডাকতো গভীর স্নেহে–
তাদের আমি আজ আর কাউকে দেখিনা

আমি কার জন্যে ভালবাসা রেখে যাবো?
ছিন্নমসুল পাখীর মতো অবিরাম ঘুরছি; নগ্ন পা রাখছি ক্লান্ত
মাটির শরীরে
সবদিকে দুর্ভিক্ষের দারুণ কন্ঠস্বর, দয়ারে অনাথ বালিকার কান্না—
আমি তার মধ্যে হেঁটে যাই; হেঁটে যাই গোপন ভালবাসা বুকে নিয়ে

আমি কার জন্যে এই গোপন ভালবাসা রেখে যাবো—আমার ভালবাসা?

২/১/৭২

সকল অধ্যায়

১. জন্মই আমার আজন্ম পাপ
২. জর্ণাল : স্মৃতিচিত্র
৩. আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
৪. চলে এলুম
৫. আলোর গভীরে
৬. আমি তো প্রেমিক নই
৭. নিজস্ব মানুষ
৮. একটি বালক
৯. কার জন্যে ভালবাসা
১০. বাংলাদেশ
১১. তুমিই আমার প্রেমিকা
১২. স্বদেশ, তোমার মুখ
১৩. প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
১৪. মিছিলে তোমার মুখ
১৫. মায়ের চোখে
১৬. প্রেম
১৭. তোমার ছায়া
১৮. অলৌকিক বিকেল
১৯. একটি নিষিদ্ধ কবিতা
২০. তুমি আমার কবিতা পড়োনা
২১. না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
২২. আমরা যেন খাঁচায় পোষা পাখী
২৩. আমার ভালবাসা
২৪. একটি ভালবাসার মুখ
২৫. একদিন কেউ কাউকে চিনবে না
২৬. নিরপরাধ বৃক্ষমূল
২৭. অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
২৮. একলা হাতে
২৯. হেলেনের মতো চুম্বন
৩০. ভালোবাসার বাগান থেকে
৩১. আমার পিতাকে
৩২. আমিও শহীদ হয়ে যাবো
৩৩. স্বগত কবিতাগুচ্ছ/১
৩৪. অন্তর্গত উজ্জ্বল বিষাদ
৩৫. আমার স্ত্রীর প্রতি
৩৬. একটি যথার্থ ভালবাসা
৩৭. জেব্রা ক্রসিং-এ
৩৮. চাঁদের ভেতরে একজন
৩৯. নগ্নতাই আমার সৌন্দৰ্য
৪০. মধ্যরাতে রূপোলী চাঁদ
৪১. খেলা
৪২. আমি ভাল আছি, তোমরা?
৪৩. ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
৪৪. একদিন আমারো প্রেমিকা ছিলো
৪৫. আমাদের সফলতা, মৃত্যু
৪৬. কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন