স্বগত কবিতাগুচ্ছ/১

দাউদ হায়দার

তাহলে এবার চৈতন্যের নির্জন প্রকোষ্ঠে সহজ সরল বাহ, রাখো—
সমবেত প্রেমিকবৃন্দের উন্নত বক্ষে ঝুলিয়ে দাও লম্বিত মাদুল
দ্রিমিদ্রিমি
বাজুক সমস্বরে; নীলিমায় চোখ রেখে উলঙ্গ করো
নাভীমূল স্তন ও অন্যান্য যৌনাঙ্গ

আমরা এই রঙ্গমঞ্চের অভিজ্ঞ নট পশ্চাতেই নটী
ঘোমটায় কেউ আর পর্দার আড়াল ভেদ কোরে উন্মুক্ত আলোয় আসিনা
যেহেতু অন্ধকারে আমরাই অনেক বালক জন্ম দেই—এইসব
বালকইতো যত সব নটের মূল; পকেটে বিষাক্ত ছুরি
চকচকে সর্টগান
ধারে কাছেও যাওয়া যাবেনা!

ন। যাবোনা; কোথাও যাবোনা; সমস্ত যাত্রা বাতিল
তোমার চিৎকার জুড়ে দাও এই ব্রোথেলে; তুমুল হৈ চৈ বাধাও
ব্যাকুল হও নিজস্ব ভঙ্গিতে —
সমুদ্রের নিঃস্বনে কিবা লাজ; অরণ্যে আমাদের বাস
রোধ করি মহামারী
সহবাসে সন্তান কই? কেবল উঠোন ছেড়ে অলিন্দে ঠাঁই?

এসো সমবেত প্রেমিক প্রেমিকা; নাচো এই রঙ্গমঞ্চেই নাচো—
দেখাও ভালো খেল্‌ অথাৎ সার্কাসী ভঙ্গিমা
আমরাই শ্রোতা ও দর্শক
তোমাদের নিপুণ ভঙ্গির তালে তালে আমরাও করতালি দেব–
শুধু উলঙ্গ করো নাভীমূল স্তন ও অন্যান্য যৌনাঙ্গ!

২/১২/৭২

সকল অধ্যায়

১. জন্মই আমার আজন্ম পাপ
২. জর্ণাল : স্মৃতিচিত্র
৩. আন্দোলন; বারবার ফিরে আসে বাংলাদেশে যুদ্ধের বেশে
৪. চলে এলুম
৫. আলোর গভীরে
৬. আমি তো প্রেমিক নই
৭. নিজস্ব মানুষ
৮. একটি বালক
৯. কার জন্যে ভালবাসা
১০. বাংলাদেশ
১১. তুমিই আমার প্রেমিকা
১২. স্বদেশ, তোমার মুখ
১৩. প্রতিদিন দুঃখ আসে আমার নিবাসে
১৪. মিছিলে তোমার মুখ
১৫. মায়ের চোখে
১৬. প্রেম
১৭. তোমার ছায়া
১৮. অলৌকিক বিকেল
১৯. একটি নিষিদ্ধ কবিতা
২০. তুমি আমার কবিতা পড়োনা
২১. না পারলেও পুনর্বার ভেবে দ্যাখো তুমি
২২. আমরা যেন খাঁচায় পোষা পাখী
২৩. আমার ভালবাসা
২৪. একটি ভালবাসার মুখ
২৫. একদিন কেউ কাউকে চিনবে না
২৬. নিরপরাধ বৃক্ষমূল
২৭. অতন্দ্রিলা; তুই আমার কাছে থাক
২৮. একলা হাতে
২৯. হেলেনের মতো চুম্বন
৩০. ভালোবাসার বাগান থেকে
৩১. আমার পিতাকে
৩২. আমিও শহীদ হয়ে যাবো
৩৩. স্বগত কবিতাগুচ্ছ/১
৩৪. অন্তর্গত উজ্জ্বল বিষাদ
৩৫. আমার স্ত্রীর প্রতি
৩৬. একটি যথার্থ ভালবাসা
৩৭. জেব্রা ক্রসিং-এ
৩৮. চাঁদের ভেতরে একজন
৩৯. নগ্নতাই আমার সৌন্দৰ্য
৪০. মধ্যরাতে রূপোলী চাঁদ
৪১. খেলা
৪২. আমি ভাল আছি, তোমরা?
৪৩. ছন্দে, ভুল ছন্দে গদ্যপদ্য খেলা
৪৪. একদিন আমারো প্রেমিকা ছিলো
৪৫. আমাদের সফলতা, মৃত্যু
৪৬. কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন