আমার চরাচরে

দাউদ হায়দার

তোমার মুখের উপরে, এই শতাব্দীর
কালো ছায়া,
লেপ্টে আছে।

স্ফুলিঙ্গ ও ভষ্মে, যতবার
দেখেছি নিজেকে,
প্রজ্বলনে উন্মোচিত
আমি
নগ্ন-পাখসাটে।

আমার সমস্ত অহংকার, তুমি
নত করে দাও, তোমার
বীজে ও মন্ত্রে।

দিনের প্রখর রোদ্দুরে
যতবার আড়াল করেছি নিজেকে
তোমার শমীবৃক্ষ ঘিরেছে আমার
সমস্ত অঙ্কুর।

আমার চরাচরে তাই, ক্ষিপ্ত খাণ্ডবদাহন।

২১/৮/৮৩

সকল অধ্যায়

১. আমার এই দেশ
২. আমরা সবাই নেতা
৩. তোমার কথা
৪. যে দেশে সবাই অন্ধ
৫. আমাদের বাংলা কবিতা
৬. অনুজ জাহিদকে খোলা চিঠি
৭. বৈজয়ন্তী ওড়াও বিশ্ববাংলায়
৮. উত্তর চাই, জাহিদ
৯. স্বাধীনতা মৃত্যুর চেয়ে বড়ো
১০. তোমারই অস্থি ও চামড়ায়
১১. অক্ষয় গাণ্ডীব
১২. এখনো প্রতীক্ষমান
১৩. স্বহস্তে বিচার
১৪. অপেক্ষা করো
১৫. হিংস্রতা, পরতে পরতে
১৬. দীর্ঘায়ু, কপিল গুহায়
১৭. দ্রোণাচার্যও অক্ষম
১৮. প্রাণের পললে
১৯. আমার চরাচরে
২০. কে শত্রু, কে মিত্র
২১. আমার কথা
২২. আমার কবিতা
২৩. আমার সঞ্চয়ে
২৪. শালা ও বাঞ্চোতদের জন্যে
২৫. বধিরের ভাষা
২৬. ইচ্ছে
২৭. নিরন্ন মানুষের দেশে
২৮. ষড় যন্ত্রের ঐকতানে
২৯. আমাদের গোপন আস্তানা
৩০. ভাতের গন্ধে
৩১. জল দাও
৩২. কোরাস
৩৩. তোমার কবিতায়
৩৪. কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন