ষড় যন্ত্রের ঐকতানে

দাউদ হায়দার

আমাদের ভূগোলে এখন, রাজসূয়
ষড় যন্ত্রের
ঐক্যতান।

পুড়ছে বাংলাদেশ।

সহমরনে, পতিও যাত্রী; শুধু
কীতনে বাতাস
নির্বেদ।

চিতারজনী ঘিরেছে
দিকচক্রবাল। রাজকীয় পুরোহিত
বহ্নির সৌন্দর্যে
মুগ্ধ; তাই
ললাটও প্রসারিত
আনন্দে।

নিয়ত বিপন্ন মানুষ, রক্তসিঞ্চন ক’রে
জরাগ্রস্থ,
স্বদেশে।

পুরোহিত, ষড়যন্ত্রের ঐক্যতানে
দিশেহারা।

পুড়ছে বাংলাদেশ

তীব্র ক্ষুধায়, চিতায়।


আমি বলি : এই পাপাচার থেকে
মুক্তি পাবে, যদি
অসুরবিরোধী সহযোগিতায়
বুভূক্ষুর মিছিলে দুঃসাহসী
তরুণিক হও।

আমরা সকলেই
আগ্নেয়গহ্বরে জন্ম নিয়েছি, তাই
লাভাস্রোতের উৎসে
রক্তগোলাপ ফোটাতে
উদ্‌গ্রীব। তুমি শুধু, একবার
পুষ্পবীজ নিয়ে
দাঁড়াও। তোমার সহযোদ্ধারা
তোমারই চতুর্পাশে, সমবেত
প্রতীক্ষমান। অচিরেই,
রাজসূয় যজ্ঞ, আর
পুরোহিত
ধুলিস্মাৎ হবে,
স্ফুলিঙ্গে ও চিতায়।

২৭/১০/৮৩

সকল অধ্যায়

১. আমার এই দেশ
২. আমরা সবাই নেতা
৩. তোমার কথা
৪. যে দেশে সবাই অন্ধ
৫. আমাদের বাংলা কবিতা
৬. অনুজ জাহিদকে খোলা চিঠি
৭. বৈজয়ন্তী ওড়াও বিশ্ববাংলায়
৮. উত্তর চাই, জাহিদ
৯. স্বাধীনতা মৃত্যুর চেয়ে বড়ো
১০. তোমারই অস্থি ও চামড়ায়
১১. অক্ষয় গাণ্ডীব
১২. এখনো প্রতীক্ষমান
১৩. স্বহস্তে বিচার
১৪. অপেক্ষা করো
১৫. হিংস্রতা, পরতে পরতে
১৬. দীর্ঘায়ু, কপিল গুহায়
১৭. দ্রোণাচার্যও অক্ষম
১৮. প্রাণের পললে
১৯. আমার চরাচরে
২০. কে শত্রু, কে মিত্র
২১. আমার কথা
২২. আমার কবিতা
২৩. আমার সঞ্চয়ে
২৪. শালা ও বাঞ্চোতদের জন্যে
২৫. বধিরের ভাষা
২৬. ইচ্ছে
২৭. নিরন্ন মানুষের দেশে
২৮. ষড় যন্ত্রের ঐকতানে
২৯. আমাদের গোপন আস্তানা
৩০. ভাতের গন্ধে
৩১. জল দাও
৩২. কোরাস
৩৩. তোমার কবিতায়
৩৪. কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন