জল দাও

দাউদ হায়দার

চৈত্রে ফেটেছে মাঠ; জৈষ্ঠ-আষাঢ়ও খরতাপে উজ্জ্বল,
দগ্ধ করেছে দেশ; এদিকে, শ্রাবণও নির্জলা; কোলাহল
শুনি মানুষের ‘জল দাও’।–শস্যের ভূমি আজ
কবরের মত উন্মুক্ত; যেন সবই মাটির কারুকাজ।

কে-বা দেবে জল; যতটুকু ছিল চোখের কোণায়
তাও যেন ধুয়ে গেছে বিগত বর্ষায়।

–ঘরে ঘরে তাই হাহাকার; পিপাসিত বিশ্বে আমি
ছুটি দিনান্তে-ঊষায়; ক্লান্তিহীন চলা শুধু পথে, পথে-পথে—
সূর্যের প্রচণ্ড দাবদাহে নদীও চৌচির; নামি
অবগাহনে, অতল হেডিসে। বেগার্ত জীবনের রথে
দগ্ধ জীবনের গান, শুনি প্রহরে প্রহরে;
অথচ দেখা নেই বৃষ্টির। এদিকে আকাশ,
হানে বাণ অগ্নির। আমাদের ধনধান্যেপুষ্পেভরা বাংলার ঘরে ঘরে
রোদনের ধ্বনি আর মাঠে মাঠে শ্বাপদের নিশ্বাস!

জল চাই, জল দাও আমাদের প্রত্যাহিক জীবনে, দীর্ঘযাত্রায়
জল দাও আমাদের ঘরে ঘরে, তৃষিত বাংলায়।

১৪/৩/৮৩

সকল অধ্যায়

১. আমার এই দেশ
২. আমরা সবাই নেতা
৩. তোমার কথা
৪. যে দেশে সবাই অন্ধ
৫. আমাদের বাংলা কবিতা
৬. অনুজ জাহিদকে খোলা চিঠি
৭. বৈজয়ন্তী ওড়াও বিশ্ববাংলায়
৮. উত্তর চাই, জাহিদ
৯. স্বাধীনতা মৃত্যুর চেয়ে বড়ো
১০. তোমারই অস্থি ও চামড়ায়
১১. অক্ষয় গাণ্ডীব
১২. এখনো প্রতীক্ষমান
১৩. স্বহস্তে বিচার
১৪. অপেক্ষা করো
১৫. হিংস্রতা, পরতে পরতে
১৬. দীর্ঘায়ু, কপিল গুহায়
১৭. দ্রোণাচার্যও অক্ষম
১৮. প্রাণের পললে
১৯. আমার চরাচরে
২০. কে শত্রু, কে মিত্র
২১. আমার কথা
২২. আমার কবিতা
২৩. আমার সঞ্চয়ে
২৪. শালা ও বাঞ্চোতদের জন্যে
২৫. বধিরের ভাষা
২৬. ইচ্ছে
২৭. নিরন্ন মানুষের দেশে
২৮. ষড় যন্ত্রের ঐকতানে
২৯. আমাদের গোপন আস্তানা
৩০. ভাতের গন্ধে
৩১. জল দাও
৩২. কোরাস
৩৩. তোমার কবিতায়
৩৪. কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন