অপেক্ষা করো

দাউদ হায়দার

মাঝে মাঝে মনে হয়
গোটা সমাজটার খোলনালচে পাল্টে দিই;
শুধু চুনকাম করে নয়,
ভিত সুদ্ধ উপড়ে ফেলা প্রয়োজন।

কিন্তু কিভাবে?
–এই প্রশ্নে আমিও বিব্রত; তবে,
উপায় যে নেই, তাও নয়।
সমস্যা থাকলে সমাধানও আছে; অতএব
শাসক ও সংবিধান পাল্টাও।
গণভোটে নির্বাচিত হোক
কে যথার্থ শাসক, কে এবং কারা
রচনা করবেন সংবিধান।

জনতার প্রতি যদি আস্থা না থাকে
গণ-সংবিধান যদি অমান্য মনে হয়,
তথাপি একনায়কতন্ত্রের হাতে রাজত্ব নয়—

যদি মনে হয় শস্যের ভিতরেই ভূত;
তবে গোটা শস্যটাই পুড়িয়ে দাও
অপেক্ষা করো নতুন প্রজন্মের জন্যে।

৩/৬/৮৩

সকল অধ্যায়

১. আমার এই দেশ
২. আমরা সবাই নেতা
৩. তোমার কথা
৪. যে দেশে সবাই অন্ধ
৫. আমাদের বাংলা কবিতা
৬. অনুজ জাহিদকে খোলা চিঠি
৭. বৈজয়ন্তী ওড়াও বিশ্ববাংলায়
৮. উত্তর চাই, জাহিদ
৯. স্বাধীনতা মৃত্যুর চেয়ে বড়ো
১০. তোমারই অস্থি ও চামড়ায়
১১. অক্ষয় গাণ্ডীব
১২. এখনো প্রতীক্ষমান
১৩. স্বহস্তে বিচার
১৪. অপেক্ষা করো
১৫. হিংস্রতা, পরতে পরতে
১৬. দীর্ঘায়ু, কপিল গুহায়
১৭. দ্রোণাচার্যও অক্ষম
১৮. প্রাণের পললে
১৯. আমার চরাচরে
২০. কে শত্রু, কে মিত্র
২১. আমার কথা
২২. আমার কবিতা
২৩. আমার সঞ্চয়ে
২৪. শালা ও বাঞ্চোতদের জন্যে
২৫. বধিরের ভাষা
২৬. ইচ্ছে
২৭. নিরন্ন মানুষের দেশে
২৮. ষড় যন্ত্রের ঐকতানে
২৯. আমাদের গোপন আস্তানা
৩০. ভাতের গন্ধে
৩১. জল দাও
৩২. কোরাস
৩৩. তোমার কবিতায়
৩৪. কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন