আমাদের বাংলা কবিতা

দাউদ হায়দার

যে কথা যে-ভাবে বলতে চাই,
আগের মতো আর কিছুতেই
ইনিয়ে বিনিয়ে বলতে পারি না।

চুল এখন ক্রমশ শাদা হয়ে আসছে।
সামনের পাটির দু’টি দাঁত, এই দিনকয়েক হলো
নড়ে চড়ে বুঝিয়ে দিচ্ছে
বয়স বসে নেই। মেঘে মেঘে অনেক বেলা হলো।

আমাদের আগামী শতকের দিকে এগুচ্ছি,
পৃথিবী ক্রমশ বুড়ো হয়ে আসছে।

কবিতা এখন আর আগের মতো সংঘবদ্ধ হচ্ছে না—
শব্দকে ভেঙে যে ভাবে তছনছ করছি,
পয়ারকে ভেঙে ফেলে অক্ষরে, অক্ষর ছিঁড়ে ফেলে
মাত্রায় ঢুকে পড়ছি; জাহিদ
তুমি দেখে নিও
আগামী শতকের মানুষেরা
কালবৈশাখীর ঝঞ্জার মতো সর্বত্র ঢুকে পড়ে
চুরমার করে দিচ্চে
আমাদের সুরক্ষিত লিরিক।

তুমি, নিরাপত্তার অভাবে এখনি মোহ্যমান?

ক্ষুধা তৃষ্ণার সংগ্রামে যারা
মৃত্যুকে তুচ্ছ করে
পথে-প্রান্তরে ছড়িয়ে পড়ছে; দ্যাখো
সূর্যকে হাতের মুঠোর এনে
ছড়িয়ে দিচ্ছে রাত্রির গভীরে।

-দ্যাখো, গত এক শতাব্দী ধরে
আমাদের বাংলা কবিতা অভূক্ত, মৃতপ্রায়।

১৮/১০/৮২

সকল অধ্যায়

১. আমার এই দেশ
২. আমরা সবাই নেতা
৩. তোমার কথা
৪. যে দেশে সবাই অন্ধ
৫. আমাদের বাংলা কবিতা
৬. অনুজ জাহিদকে খোলা চিঠি
৭. বৈজয়ন্তী ওড়াও বিশ্ববাংলায়
৮. উত্তর চাই, জাহিদ
৯. স্বাধীনতা মৃত্যুর চেয়ে বড়ো
১০. তোমারই অস্থি ও চামড়ায়
১১. অক্ষয় গাণ্ডীব
১২. এখনো প্রতীক্ষমান
১৩. স্বহস্তে বিচার
১৪. অপেক্ষা করো
১৫. হিংস্রতা, পরতে পরতে
১৬. দীর্ঘায়ু, কপিল গুহায়
১৭. দ্রোণাচার্যও অক্ষম
১৮. প্রাণের পললে
১৯. আমার চরাচরে
২০. কে শত্রু, কে মিত্র
২১. আমার কথা
২২. আমার কবিতা
২৩. আমার সঞ্চয়ে
২৪. শালা ও বাঞ্চোতদের জন্যে
২৫. বধিরের ভাষা
২৬. ইচ্ছে
২৭. নিরন্ন মানুষের দেশে
২৮. ষড় যন্ত্রের ঐকতানে
২৯. আমাদের গোপন আস্তানা
৩০. ভাতের গন্ধে
৩১. জল দাও
৩২. কোরাস
৩৩. তোমার কবিতায়
৩৪. কবিতার এলোমেলো ভেলা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন