জলপদ্য

জলপদ্য

লিখেছি একখানা অনবদ্য জলপদ্য
তুলেছি জল থেকে এক পদ্ম
লালপদ্ম
জলপদ্ম।

কাকে দেব জলপদ্ম, এই পদ্য
যে ছিল নেবার, তার যাবার
তাড়া ছিল তাই চলে গেছে
শীতের পাখির মত গেছে
জলগ্রস্ত নাবিকের মত গেছে।

হাতে পদ্য, জলপদ্ম
অপেক্ষায় দাঁড়িয়ে আছি বোকার হদ্দ।

সকল অধ্যায়

১. অন্যরকম
২. একটি মৃত্যু, কয়েকটি জীবন
৩. শরীর
৪. তিল পরিমাণ
৫. চুনোখুঁটির জীবন
৬. জলপদ্য
৭. গ্রামটির মত
৮. মৃত্যু যদি আছেই
৯. মন নেই
১০. আত্মহনন
১১. ভালবাসার ভার
১২. জিগোলো
১৩. বালক বালিকারা
১৪. তোমার না থাকা
১৫. দুইঞ্চি অহং
১৬. যদি যেতে চাও
১৭. কপাল
১৮. বস্তিতে ভগবান এসেছেন
১৯. জন্মদিন
২০. রাতে
২১. উৎসব
২২. স্বপ্নের পালক
২৩. আমার মায়ের গল্প
২৪. দেশ বলতে এখন
২৫. নারী এবং কবিতা
২৬. পুরুষের কথা বলি
২৭. তুমি নেই বলে
২৮. সাত আকাশ
২৯. সেন নদীর পারে
৩০. দুঃখপোষা মেয়ে
৩১. নারী
৩২. হস্তমৈথুন
৩৩. তুমি
৩৪. টুকরো গল্প
৩৫. বয়স
৩৬. আছে মানুষ, নেই মানুষ
৩৭. লিঙ্গপূজা
৩৮. শূন্যতা
৩৯. আনা কারেনিনা
৪০. ডাঙা
৪১. বিবি খাদিজা
৪২. স্বেচ্ছামৃত্যু
৪৩. একটি অকবিতা
৪৪. যদি
৪৫. ন্যাড়া দশবার বেলতলা যায়
৪৬. ধোঁয়া
৪৭. মা কষ্ট পেলে আমাদের কিছু যায় আসত না
৪৮. দুঃখ দেবে সমুদ্র
৪৯. কলকাতা
৫০. আমার কোনও বন্ধু নেই
৫১. নির্মলেন্দু গুণ
৫২. সাধ
৫৩. রাস্তার ছেলে আর কবি
৫৪. প্রায়শ্চিত্য

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন