লিঙ্গপূজা
উত্থিত শিশ্নের মত ইফেল টাওয়ার,
উরুদেশে সকালসন্ধা পূজারির ভিড়, কড়ি ঢালছে, চূড়োয় উঠছে,
প্রসাদ খাচ্ছে…
আকাশ লুকিয়ে রেখেছে
তার ভেজা মেঘযোনী,
আর লিঙ্গ কেবল লিঙ্গ দেখিয়েই জগত ভোলাচ্ছে।
কখনও সে কালো,
কখনও সোনালি, হলুদ…
তা হোক,
পূজারিরা এর যে কোনও রঙেই মুগ্ধ।
আমি লিঙ্গে বিশ্বাসী নই,
ভগবানের লিঙ্গকেই পরোয়া করি না, ইফেল কোন ছার!
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন