একটি মৃত্যু, কয়েকটি জীবন
একটি মৃত্যুকে ঘিরে দাঁড়িয়ে ছিল কয়েকটি জীবন।
কয়েক মুহূর্ত পর জীবনগুলো চলে গেল
যার যার জীবনের দিকে।
মৃত্যু পড়ে রইল
একা, অন্ধকারে
কেঁচো আর কাদায়–
জীবন ওদিকে হিশেব পত্তরে,
বাড়িঘরে,
সংসারে, সঙ্গমে।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন