এম সিরাজুল হক-কে

কাজী নজরুল ইসলাম

জনাব এম. সেরাজুল হক-কে

কলিকাতা

৩০ আশ্বিন, ১৩৩৯

জনাব সম্পাদক সাহেব,

আপনারা আমাকে অনাগতের আগমনি গাইতে আমন্ত্রণ করেছেন; আমি অযোগ্য, তবুও আহ্বান করেছেন। সেজন্য মুবারকবাদ জানাচ্ছি।

বিশ্ব জুড়ে আজ মহাজাগরণ। শিক্ষা ধর্মের নব নব স্ফুরণ। অভ্যুত্থানের বজ্রবিষাণ দিকে দিকে প্রতিধ্বনিত। বিশ্বব্যাপী মহাজাগরণের এই প্রদীপ্ত প্রভাতে বাংলার মুসলিম তরুণেরা কি মোহ-নিদ্রায় মোহাচ্ছন্ন হয়েই থাকবে? ধর্ম অধর্মের অন্ধ-বিশ্বাস ও কুসংস্কারের মহাসংঘর্ষের এই মহাসন্ধিক্ষণে তৌহিদের শান্তি-সাম্য-ঐক্য-মন্ত্রে সে কি ক্লান্ত-শ্রান্ত-ভ্রান্ত মানব-চিত্তের অবসন্নতা বিদূরিত করবে না? জাতি ও কওমকে ধর্মপথে – সেরাতোল মুস্তাকীমে – পরিচালিত, সংঘবদ্ধ করতে প্রয়াস পাবে না? তরুণ বন্ধুরা কি মহা-কোরানের মহাবাণী ‘কুম বে-ইজনিল্লাহ” – ওঠো জাগো, এ বাণী ভুলে গিয়েছে? আমি তো দিব্য-চোখে দেখতে পাচ্ছি ওই স্বর্গের দুয়ারে দাঁড়িয়ে আমাদের কীর্তিমান পূর্বপুরুষগণ আকুল প্রাণে আমাদের কর্মের দিকে চেয়ে রয়েছেন। তরুণদের মন-মন্দিরে তৌহিদের রুদ্রানল প্রজ্বলিত ইউক। বাবর, হুমায়ুন, শাহজাহান, সালাউদ্দীন, খালিদ, তারিক, মুসা, হাঞ্জেলা, ওকবার সাধনা তাদের কর্মে রূপলাভ করুক। শিক্ষা, কুশিক্ষা, বিদ্বেষ, রপরশ্রীকাতরতা, পরবশ্যতার প্রাচীন প্রাচীর চূর্ণ করে বাংলার মুসলিম তরুণেরা জ্ঞান, চরিত্র, নীতি, সখ্য ও মনুষ্যত্বের পথে কাতার বন্দি হউক – এই আশা অন্তরে পোষণ করেই আপনাদের নির্ধারিত দিনে আমন্ত্রণ গ্রহণ করছি। আপনাদের চেষ্টায় যুবকেরা নবজিন্দেগির পথে অগ্রসর হোক – সকলের সাধনার জয়যাত্রা সাফল্য লাভ করুক, এই কামনা।

নজরুল ইসলাম

সকল অধ্যায়

১. মৌলবি আবদুল গফুরকে
২. সম্পাদক, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা-কে
৩. পবিত্র গঙ্গোপাধ্যায়কে
৪. আলি আকবর খান-কে
৫. মোহাম্মদ আফজলউল হক-কে
৬. মাহফুজুর রহমান-কে
৭. বলাই দেবশর্মা-কে
৮. হবীবুল্লাহ বাহার-কে
৯. মুরলীধর বসু-কে
১০. আনওয়ার হোসেন-কে
১১. ইব্রাহিম খাঁ-কে
১২. শচীন কর-কে
১৩. শৈলজানন্দ মুখোপাধ্যায়-কে
১৪. শামসুন নাহার-কে
১৫. গোপাললাল সান্যাল-কে
১৬. মোহাম্মদ মঈনুদ্দীন-কে
১৭. ব্রজবিহারী বর্মণ-কে
১৮. মোহাম্মদ নাসিরুদ্দিন-কে
১৯. উমাপ্রসাদ মুখোপাধ্যায়-কে
২০. আবুল হোসেন-কে
২১. নওরোজ সম্পাদক-কে
২২. মন্মথ রায়-কে
২৩. কাজী মোতাহার হোসেন-কে
২৪. মিস ফজিলতুন্নেসা-কে
২৫. আবদুল কাদির-কে
২৬. নবশক্তি সম্পাদক-কে
২৭. আজিজুল হাকিম-কে
২৮. ড. কাজী মোহাম্মদ আবদুল হামিদ-কে
২৯. এম সিরাজুল হক-কে
৩০. নারায়নগঞ্জ সংগীত-সংসদের অভ্যর্থনা-সমিতির সভাপতি-কে
৩১. বিরজাসুন্দরী দেবী-কে
৩২. কাজী কায়েম হোসেন সাহেব-কে
৩৩. রবীন্দ্রনাথ ঠাকুর-কে
৩৪. মাহমুদা খাতুন-কে
৩৫. জসীমউদ্দীন-কে
৩৬. অতুলচন্দ্র দত্ত-কে
৩৭. কুমুদরঞ্জন মল্লিক-কে
৩৮. বাংলা মাদ্রাসা ও মক্তবের মৌলভী সাহেবদের প্রতি
৩৯. নার্গিস আসর খানম ওরফে সৈয়দা খাতুন-কে
৪০. বরদাচরণ মজুমদার-কে
৪১. কাজী অনিরুদ্ধ ইসলাম-কে
৪২. ইজাবউদ্দীন আহমদ-কে
৪৩. বঙ্গীয় মুসলিম সভায় পাঠের জন্য
৪৪. মীজানুর রহমান-কে
৪৫. সুফী জুলফিকার হায়দর-কে
৪৬. ব্রজেন্দ্রকিশোর রায়চৌধুরী-কে
৪৭. কার্ত্তিকচন্দ্র চক্রবর্তী-কে
৪৮. কালিদাস রায়-কে
৪৯. মতিলাল রায়-কে
৫০. ড. কাজী মোহাম্মদ আবদুল হামিদ-কে
৫১. নিখিল বঙ্গীয় তরুণ মুসলমান সমিতির উদ্দেশ্যে
৫২. সুবোধ রায়-কে
৫৩. প্রাণতোষ চটোপাধ্যায়-কে
৫৪. বাংলার তৎকালীন হক মন্ত্রীসভার প্রধান মন্ত্রী-কে
৫৫. শ্যামলাল সরকার-কে
৫৬. বীরেন্দ্রকুমার সেনগুপ্ত-কে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন