উমাপ্রসাদ মুখোপাধ্যায়-কে

কাজী নজরুল ইসলাম

উমাপ্রসাদ মুখোপাধ্যায় -কে

কৃষ্ণনগর

৫.৫.২৭

শ্রদ্ধাস্পদেষু

আপনার চিঠি বহুদিন হল পেয়েছি। লেখা হাতে না থাকায় উত্তর দিতে পারি নাই। তজ্জন্য ত্রুটি মার্জনা করবেন। আপনার প্রেরিত দশটি টাকাও যথাসময়ে পেয়েছি – তজ্জন্য আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন – এ দরিদ্র কবির।

আমার গজল গানগুলির স্বরলিপি করে বন্ধু দিলীপকুমার কোথায় কোথায় দিয়ে গেছেন জানি না। কাজেই এই গোলমাল হল। আশা করি, আমার এ অনিচ্ছাকৃত অপরাধ ক্ষমা করবেন।

গজল-গান দুটি আপনাদের দেবার জন্য আমি মুরলীদা কে বোধ হয় মাঘ মাসে দিই। আপনাদের অনেক লেখা হাতে থাকার দরুন হয়তো চৈত্র পর্যন্ত তা ছাপবার সুযোগ করে উঠতে পারেননি। অথচ গজলগুলি দিলীপের দৌলতে অনেকের কণ্ঠে স্থান পেয়েছে। কাজেই, ওগুলি দেরিতে ছাপলে আমার একটু অসুবিধায় পড়বার কথা। যদিই কেউ শুনে ছাপিয়ে দেন কোথাও।

এইসব ভেবে দুটি সম্পূর্ণ নূতন গজল পাঠালাম লিখে। এ দুটি অন্তত জ্যৈষ্ঠের বঙ্গবাণীতেই যাতে স্থান পায় – তার চেষ্টা করলে বিশেষ বাধিত হব। ‘ভুলি কেমনে’ গজলটি আর ছাপবেন না তা হলে। আশা করি, এ গান দুটি আপনাদের কাছে অপসন্দের হবে না। আপনার মত জানতে পারলে খুশি হব। নমস্কার নিন। ইতি।

                      বিনীত –

                    নজরুল ইসলাম

সকল অধ্যায়

১. মৌলবি আবদুল গফুরকে
২. সম্পাদক, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা-কে
৩. পবিত্র গঙ্গোপাধ্যায়কে
৪. আলি আকবর খান-কে
৫. মোহাম্মদ আফজলউল হক-কে
৬. মাহফুজুর রহমান-কে
৭. বলাই দেবশর্মা-কে
৮. হবীবুল্লাহ বাহার-কে
৯. মুরলীধর বসু-কে
১০. আনওয়ার হোসেন-কে
১১. ইব্রাহিম খাঁ-কে
১২. শচীন কর-কে
১৩. শৈলজানন্দ মুখোপাধ্যায়-কে
১৪. শামসুন নাহার-কে
১৫. গোপাললাল সান্যাল-কে
১৬. মোহাম্মদ মঈনুদ্দীন-কে
১৭. ব্রজবিহারী বর্মণ-কে
১৮. মোহাম্মদ নাসিরুদ্দিন-কে
১৯. উমাপ্রসাদ মুখোপাধ্যায়-কে
২০. আবুল হোসেন-কে
২১. নওরোজ সম্পাদক-কে
২২. মন্মথ রায়-কে
২৩. কাজী মোতাহার হোসেন-কে
২৪. মিস ফজিলতুন্নেসা-কে
২৫. আবদুল কাদির-কে
২৬. নবশক্তি সম্পাদক-কে
২৭. আজিজুল হাকিম-কে
২৮. ড. কাজী মোহাম্মদ আবদুল হামিদ-কে
২৯. এম সিরাজুল হক-কে
৩০. নারায়নগঞ্জ সংগীত-সংসদের অভ্যর্থনা-সমিতির সভাপতি-কে
৩১. বিরজাসুন্দরী দেবী-কে
৩২. কাজী কায়েম হোসেন সাহেব-কে
৩৩. রবীন্দ্রনাথ ঠাকুর-কে
৩৪. মাহমুদা খাতুন-কে
৩৫. জসীমউদ্দীন-কে
৩৬. অতুলচন্দ্র দত্ত-কে
৩৭. কুমুদরঞ্জন মল্লিক-কে
৩৮. বাংলা মাদ্রাসা ও মক্তবের মৌলভী সাহেবদের প্রতি
৩৯. নার্গিস আসর খানম ওরফে সৈয়দা খাতুন-কে
৪০. বরদাচরণ মজুমদার-কে
৪১. কাজী অনিরুদ্ধ ইসলাম-কে
৪২. ইজাবউদ্দীন আহমদ-কে
৪৩. বঙ্গীয় মুসলিম সভায় পাঠের জন্য
৪৪. মীজানুর রহমান-কে
৪৫. সুফী জুলফিকার হায়দর-কে
৪৬. ব্রজেন্দ্রকিশোর রায়চৌধুরী-কে
৪৭. কার্ত্তিকচন্দ্র চক্রবর্তী-কে
৪৮. কালিদাস রায়-কে
৪৯. মতিলাল রায়-কে
৫০. ড. কাজী মোহাম্মদ আবদুল হামিদ-কে
৫১. নিখিল বঙ্গীয় তরুণ মুসলমান সমিতির উদ্দেশ্যে
৫২. সুবোধ রায়-কে
৫৩. প্রাণতোষ চটোপাধ্যায়-কে
৫৪. বাংলার তৎকালীন হক মন্ত্রীসভার প্রধান মন্ত্রী-কে
৫৫. শ্যামলাল সরকার-কে
৫৬. বীরেন্দ্রকুমার সেনগুপ্ত-কে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন